ad
ad

Breaking News

ত্রিপুরা

ত্রিপুরায় বাংলাদেশ উপদূতাবাসে হামলা, গ্রেফতার ৭

ত্রিপুরার এই ঘটনার পর সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখানো হয়। সেখানে ভারত-বিরোধী বেশ কিছু স্লোগানও ওঠে।

Bangladesh embassy attacked in Tripura, 7 arrested

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে উত্তাল বাংলাদেশ। তার আঁচ এসে পড়েছে ভারতেও। সন্ন্যাসীর গ্রেফতারির পাশাপাশি সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সোচ্চার ভারতীয় সহ বিভিন্ন দেশের মানুষ।

এই আবহে সোমবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলা হয়। সেই ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাসগুলির সামনে নিরাপত্তা বাড়াল বাংলাদেশ।

ত্রিপুরার এই ঘটনার পর সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখানো হয়। সেখানে ভারত-বিরোধী বেশ কিছু স্লোগানও ওঠে। এই আবহে সোমবার রাতে বাংলাদেশের সংবাদমাধ্যমে জানানো হয়, ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাসগুলির সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশে যে একের পর এক ঘটনা ঘটছে, সেই উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে আগাম সতর্কতা হিসাবে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ হাইকমিশনে এই হামলার ঘটনার নিন্দা জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলে, “বিক্ষোভ সমাবেশের সময়, একদল যুবক আগরতলায় বাংলাদেশের হাইকমিশনের অফিসে প্রবেশের চেষ্টা করেছিল। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। শান্তিপূর্ণ প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।“