গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: কর্ণাটকের হাভেরি জেলায় হানাগল গণধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছিলেন সাত যুবক। বৃহস্পতিবার জেল থেকে মুক্তির খবর সামনে আসতেই তাদের সঙ্গীরা জেলের সামনে গাড়ি, বাইকের কনভয় নিয়ে হাজির হয়েছিলেন। সঙ্গে ছিল ডিজে বক্স। এরপরেই সাত যুবক জেল থেকে মুক্তি পেতেই গাড়ি, বাইক আর গানের সঙ্গে শোভাযাত্রা করে ধর্ষণের অভিযুক্তদের নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই এই পুরো ঘটনার ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।
সেখানে দেখা গিয়েছে, অভিযুক্তরা হাসতে হাসতে বিজয়ের চিহ্ন দেখাতে দেখাতে গাড়ি করে যাচ্ছেন। আর এই ভিডিও দেখার পরেই তীব্র নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার হাভেরি সেশন কোর্টের তরফে আফতাব চন্দনকাট্টি, মাদার সাব মান্দাক্কি, সামিভুল্লা ললনাভার, মহম্মদ সাদিক আগাসিমানি, শোয়েব মুল্লা, তৌসিপ ছোটি এবং রিয়াজ সাভিকেরিকে জামিন দেওয়া হয়। এরপরেই তাদেরকে মহাসমারহে জেল থেকে নিয়ে যান সঙ্গীরা।এই পুরো ঘটনা নিয়ে হুলস্থূল পরিস্থিতি তৈরি হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে ৮ জানুয়ারি হাভেরির একটি হোটেলে ঢুকে এক যুগলের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে ওই সাত জনের বিরুদ্ধে। সেইসঙ্গে হোটেল থেকে তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। আর সেই অভিযোগের প্রেক্ষিতে সাত যুবককে গ্রেফতার করে পুলিশ। সেইসঙ্গে গ্রেফতার করা হয়েছিল ১৯ জনকে। যার মধ্যে ১২ জন ১০ মাস আগে জামিন পেয়েছিলেন। ৭ জন প্রধান অভিযুক্তকে বেশ কয়েক মাস ধরে হেফাজতে রাখা পর বৃহস্পতিবার তারা জেল থেকে মুক্তি পান। তবে জামিনের পর রোড শোর ঘটনা নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। সেইসঙ্গে হাভেরির বাসিন্দারা এই পুরো ঘটনার কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই নিয়ে এখন স্থানীয় প্রশাসনের তরফ থেকে মেলেনি কোন প্রতিক্রিয়া।