ad
ad

Breaking News

Bihar

Bihar: বাবার মাথায় জল ঢালতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, বিহারে মৃত ৭

হাথরাসের স্মৃতি উস্কে ফের বিহারে ধর্মীয় স্থানে পদপৃষ্ঠের ঘটনা। কাঠগোড়ায় প্রশাসন। শ্রাবণ মাসের শিবের পুজো উপলক্ষে বিহারের বাবা সিদ্ধনাথ মন্দিরে পদপৃষ্ট হয় সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ এর বেশি পূর্ণ্যার্থী

Baba Siddhanath temple of Bihar has killed seven people

সংগৃহীত

Bangla Jago Desk: হাথরাসের স্মৃতি উস্কে ফের বিহারে ধর্মীয় স্থানে পদপৃষ্ঠের ঘটনা। কাঠগোড়ায় প্রশাসন। শ্রাবণ মাসের শিবের পুজো উপলক্ষে বিহারের বাবা সিদ্ধনাথ মন্দিরে পদপৃষ্ট হয় ৭ মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ এর বেশি পূর্ণ্যার্থী। আশঙ্কাজনক অবস্থায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। রাতে মন্দিরে পুজো উপলক্ষে বহু মানুষ জড়ো হয়েছিলেন। আচমকায় হুড়োহুড়ি পড়ে যায় তাদের মধ্যে সকলে আগেভাগে মন্দির থেকে বেরোনোর চেষ্টা করছিলে। অনেকে সেই ভিড়ের সময় ধাক্কায় পড়ে যান।

[ আরও পড়ুন: US Election 2024 : প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে কেন সরে দাঁড়ালেন? এ নিয়ে মুখ খুললেন জো বাইডেন]

অনেক ভলেন্টিয়ার ভিন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন তারা পরবর্তীতে ভিটের ওপর লাঠি চালান বলেই প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। যার ফলে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা আরও অভিযোগ করেন সেখানে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা ছিল না। এরপর এই ঘটনাস্থলে আসেন জেলা শাসক ও পুলিশ সুপার। মৃতদেহ গুলি উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। যদিও মৃতদেহ গুলি পুরোপুরি চিহ্নিত করা যায়নি। মৃত ও আহতদের প্রয়োজন এরা মন্দির চত্বরে জনগণ। মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহগুলির সনাক্ত করার পর পরিবারে হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক অলংকৃতা পান্ডে। আহতরা জেহানদাবাদ ও মাখদুমপুরে হাসপাতালে চিকিৎসাধীন।

কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো তা তদন্ত করে দেখা হবে বলেই জানিয়েছেন পুলিশ সুপার। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে উত্তরপ্রদেশের হাথরসে পদপৃষ্ট হয়ে শতাধিক ভক্তের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেস কাটতে না কাটতেই আবারও বিহারে ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় উঠে আসছে প্রশাসনিক স্তরের গাফিলতি। পর্যাপ্ত  পুলিশ মোতায়ন ও মেডিকেল টিমের কোনরকম ব্যবস্থা ছিল না বাবা সিদ্ধনাথ মন্দিরে। শ্রাবণ মাসে সেখানে বছরের অন্যান্য সময়ের চেয়ে বেশি হয় ভক্তের সমাগম হয় তা সত্ত্বেও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি স্থানীয়দের।অনদিকে বিহারে কানওয়ার যাত্রার মাঝে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, মহাদেবের জলাভিষেকের আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৯ জনের।