গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: একাধিক ফৌজদারি মামলায় সমাজবাদী পার্টির প্রভাবশালী নেতা আজম খানকে জেলবন্দি করে যোগী আদিত্যনাথের সরকার। ২৩ মাস তিনি জেলে ছিলেন। সম্প্রতি, তাঁকে জামিন দেওয়া হয়। ২৩ শে সেপ্টেম্বর তিনি সীতাপুর জেল থেকে মুক্তি পান (Azam Khan)। বুধবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন দলের প্রধান, তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, অখিলেশ যাদব। আজম খানকে ‘দলের হৃদস্পন্দন’ বলে প্রশংসা করেন তিনি।
আরও পড়ুনঃ NDA Bihar: বিহার ভোটের মুখে এনডিএ-তে চরম অসন্তোষ! ১৫ আসন না পেলে ভোটে লড়বেন না জিতনরাম
যদিও পুরো বিষয়টিকে রাজনৈতিক অঙ্ক হিসাবে দেখছে ওয়াকিবহাল মহল। জেলে থাকাকালীন আজম খানের সঙ্গে একবারও দেখা করেননি অখিলেশ। এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছিল যে মায়াবতী নেতৃত্বাধীন বিএসপিতে তিনি যোগ দিতে পারেন। তাই ৯ অক্টোবর লখনউতে বিএসপির সভার আগে অখিলেশ আজমের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। ওয়াকিবহাল মহল অনুযায়ী, আজম খান উত্তরপ্রদেশের রাজনীতিতে শুধু একটি বড় নাম নন, তাঁর অজস্র মুসলিম ভোটার অনুগামী রয়েছেন, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে যা কোনভাবেই হাতছাড়া করতে চান না অখিলেশ। (Azam Khan)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
শেষ খবর পাওয়া পর্যন্ত, আজম খানের বাড়িতে অখিলেশ যাদব সহ মোট ১২ জন গিয়েছেন। শুধু তাই নয়, বাড়ির বাইরে ভিড় অজস্র সমাজবাদী পার্টি কর্মীর। জানা যায়, ১ ঘন্টা ধরে আলোচনা চলবে এবং দলের প্রতি প্রভাবশালী নেতার যা রাগ বা ক্ষোভ রয়েছে, তা দূর করার চেষ্টা করা হবে অখিলেশ যাদবের তরফ থেকে। এই আলোচনাকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহল। আসন্ন বিধানসভা নির্বাচনের দৃষ্টিকোণ থেকে সমাজবাদী পার্টির এই বৈঠকের ওপর অনেক কিছু নির্ভর করছে। (Azam Khan)