প্রতীকী চিত্র
Bangla Jago Desk: বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নিরাপত্তা বলে যে একেবারেই কিছু নেই, তা আরও একবার হল প্রমাণিত। ফের রাজধানী দিল্লি থেকে উঠে এল এক ভয়ঙ্কর ঘটনা। এবার এক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হলেন এক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে (Campus Safety)। পুলিশের কাছে নির্যাতিতার অভিযোগ, তাঁকে গণধর্ষণের চেষ্টা করা হয়। শুধু তাই নয়, তাঁর আরও অভিযোগ, তাঁর জামাকাপড় পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ Amitabh Bachchan: জন্মদিনে নিজেকেই দিলেন বিশেষ উপহার! কী সেই উপহার জানেন?
জানা গিয়েছে, সোমবার বিকেলে ছাত্রীর অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় যায় পুলিশ এবং তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করে পুলিশ তদন্তে নেমেছিল। তবে পরে নির্যাতিতার বয়ান নেওয়ার পর গণধর্ষণের চেষ্টার অভিযোগও দায়ের করা হয়। ক্যাম্পাসের চারিদিকেই সিসিটিভি রয়েছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। যে প্রান্তে ঘটনাটি ঘটেছে, সেখানকার ফুটেজও সংগ্রহ করা হচ্ছে। তবে অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত নাকি বাইরের লোক, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। (Campus Safety)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
এই ঘটনা নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁদের বক্তব্য, এমন ভয়ঙ্কর অভিযোগের পরও কর্তৃপক্ষের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখানেই শেষ নয়, তাঁদের আরও অভিযোগ, নির্যাতিতাকেই পাল্টা দোষারোপ করা হচ্ছে। যদিও সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক অভ্যন্তরীণ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে অধ্যাপক সঞ্জয় চতুর্বেদীর নেতৃত্বে এবং ১০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে খবর। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার প্রকৃতি স্পষ্ট হবে শিক্ষার্থীর বক্তব্য এবং মেডিকেল রিপোর্ট পাওয়ার পর। উল্লেখ্য, নির্যাতিতা কোটা থেকে এই বিদ্যালয় পড়তে এসেছেন এক মাস আগে। তিনি ডিপ্রেশনে ভুগছিলেন মা-বাবার বিচ্ছেদ হওয়ার কারণে। শুধু তাই নয়, এমনকি কাউন্সেলিংও চলছিল তাঁর। (Campus Safety)