Bangla Jago Desk: দেশের যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে রাজস্থান। রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট দাবি করলেন, কংগ্রেস রাজস্থান বিধানসভা নির্বাচনে জিতলে চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী হবেন তিনিই। যদিও এখনও পর্যন্ত কংগ্রেস শীর্ষ নেতৃত্ব রাজস্থানের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। আসন্ন রাজস্থান বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভাগ্যে শিকে ছিঁড়বে কিনা তা এখন সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে রাজস্থানে কংগ্রেস শিবিরে দ্বন্দ্ব চলছেই। দ্বন্দ্ব রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে কংগ্রেস নেতা সচিন পাইলটের।
এই আবহেই অশোক গেটলট ইঙ্গিত দিলেন, বিধানসভা নির্বাচনে রাজস্থানে কংগ্রেস জিতলে ফের মুখ্যমন্ত্রী হবেন তিনি। মুখ্যমন্ত্রিত্বের দায়িত্বভার তাঁকে ছাড়ছেই না। গেহলটের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক শিবিরে চলছে বিতর্ক। কারণ সচিন পাইলট বনাম অশোক গেহলটের দ্বন্দ্বের জেরে কংগ্রেস নেতৃত্ব রাজস্থানের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অশোক গেহলট অবশ্য এও দাবি করেছেন, রাজস্থানে প্রদেশ কংগ্রেসের অন্দরে কোনও বিরোধ নেই। গেহলটের এই দাবির যৌক্তিকতা নিয়েও উঠছে প্রশ্ন।
ইতিমধ্যে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করেছেন অশোক গেহলট। সূত্রের খবর, রাজস্থানে কংগ্রেসকে জয়ী করার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে গেহলটকে। রাজস্থান বিধানসভার ২০০টি আসনের মধ্যে ১২৫ থেকে ১৩০টি আসনের টিকিট বিলির দায়িত্ব দেওয়া হয়েছে গেহলটকে। বাকি আসনগুলিতে টিকিট বিলির দায়িত্ব সচিন পাইলট-সহ প্রদেশ কংগ্রেসের অন্য নেতাদের। গেহলট আরও বলেছেন, রাহুল গান্ধি গণতন্ত্র এবং রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে লড়ছেন। ওঁর হাত শক্ত করাই এখন প্রধান লক্ষ্য।
Free Access