Bangla Jago Desk: রবিবার সকাল থেকে জম্মুতে শুরু সেনা-জঙ্গি গুলির লড়াই। অন্তন্তনাগের পর এবার এবার ঘটনাস্থল কিস্তওয়ার। অভিযানে নামে প্যারা কম্যান্ডো। কিস্তওয়াড়ে অবস্থিত তিনটি বড় বিদ্যুত প্রকল্পের কাছেই চলে লাগাতার গুলির লড়াই। শনিবারই অনন্তনাগে তল্লাশি অভিযান চালানোর সময় সেনার উপর হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় নিহত হন ২জন জওয়ান। আহত আরও চারজন। তল্লাশি অভিযানে আহত দুই স্থানীয় বাসিন্দাও। পুলিশ সূত্রে খবর তাদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। সেনা সূত্রে জানা যায়, কোকেরনাগ এলাকায় জঙ্গিদের খবর গোপন সূত্রে পাওয়ার পরই সেখানে অভিযানে যায় পুলিশ ও সিআরপিএফ।
তারপরই গুলির লড়াই শুরু হয় শনিবার। জম্মু-কাশ্মীরের কোকেরনাগে এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জম্মুর কিস্তওয়াড়ে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। কিস্তওয়াড়ের একটি জঙ্গলে গোপন সূত্রে জঙ্গিদের গতিবিধির খবর পায় পুলিশ। সঙ্গে সঙ্গেই সেখানে অভিযান শুরু করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী। এই অভিযানের প্যারা কম্যান্ডোও যোগদান হয় বলে জানা যায়।
ওই তল্লাশি অভিযানের সময়ই বাহিনীকে লক্ষ্য করে পাহাড় থেকে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা বাহিনীর তরফ থেকেও গুলি ছোঁড়া হয়। দুই পক্ষের তরফ থেকেই চলে জোরদার হয় গুলির লড়াই। জোরদার হয় জঙ্গল ঘিরে রেখে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান। কিস্তওয়াড়েই তিনটে বড় বিদ্যুত প্রকল্প রয়েছে। জানা যায়, ওই তিনটে বিদ্যুত প্রকল্পের কাছেই গুলির লড়াই চলে বলে খবর।