ad
ad

Breaking News

Sikkim

দুর্ঘটনার কবলে সেনা জওয়ানের বাস,দুর্ঘটনায় ৪ সেনা জওয়ানের মৃত্যু

বাংলা থেকে সিকিম যাওয়ার পথে দুর্ঘটনার কবলে সেনার বাস। সিল্ক রুট দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে প্রায় ৭০০ থেকে ৮০০ ফুট নিচে পড়ে যায় বাসটি।

Army jawan's bus hit by an accident

Bangla Jago Desk: বাংলা থেকে সিকিম যাওয়ার পথে দুর্ঘটনার কবলে সেনার বাস। সিল্ক রুট দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে প্রায় ৭০০ থেকে ৮০০ ফুট নিচে পড়ে যায় বাসটি। মৃত পশ্চিমবঙ্গের বিনাগুড়ি ইউনিটের ৪ জন সদস্য। বাংলা থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা হওয়া সেনার বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে। সিকিমের পেকিয়াং জেলায় খাদে পড়ে যায় ওই বাস। ঘটনায় একাধিক জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যায়।

[আরও পড়ুনঃ সন্দীপের বাড়ির সন্ধান মিলল,আটক সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন

প্রসঙ্গত, বিগত বেশকিছু ধরেই লাগাতার বৃষ্টির জেরে রাস্তা বড়ো-খোবড়ো এবং পিচ্ছিল হয়ে পড়েছিল। সেই পিচ্ছিল রাস্তা দিয়েই সেনার বাসটি এগিয়ে চলছিল। পথে দালাপচাঁদ ফটকের কাছে সিল্ক রুটে নিয়ন্ত্রন হারায় বাসটি। প্রায় ৭০০ থেকে ৮০০ ফুট  নীচে পড়ে যায় সেই বাস। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। মৃত অবস্থায় ৪ জন জওয়ানের দেহ উদ্ধার করে উদ্ধারকারী দলের সদস্যরা।

সেনা সূত্রে খবর, মৃতরা মধ্যপ্রদেশের বাসিন্দা, মণিপুরের বাসিন্দা, হরিয়ানা ও তামিলনাড়ুর বাসিন্দা। জলপাইগুড়ি থেকে সিকিমের উদ্দেশ্য রওনা হয়েছিল তাদের বাস। প্রসঙ্গত, সিকিমের এই অঞ্চল অত্যন্ত দুর্ঘটনা প্রবণ হিসেবেই পরিচিত। এর আগেও একাধিকবার এই এলাকায় দুর্ঘটনা ঘটেছে।

[আরও পড়ুনঃ Haryana Assembly Election 2024: “এখন আমি কী করব”? টিকিট না পেয়ে কেঁদে ভাসালেন প্রাক্তন বিজেপি বিধায়ক

সিংটামের কাছে দিন কয়েক আগেই খাদে পড়ে গিয়েছিল এই পর্যটক বোঝাই গাড়ি। সেই দুর্ঘনায় গাড়ির চালক সহ একজনের মৃত্যু হয়েছিল। আহতের সংখ্যা ছিল ৩। আর আগে ২০২২-এও দুর্ঘটনার কবলে পড়েছিল সেনার গাড়ি। যাতে ১৬ জন জওয়ানের মৃত্যু হয়েছিল।