চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: শনিবার উদ্ধার অভিযান চলাকালে অসমের ডিমা হাসাও জেলার একটি কয়লা খনিতে আটকে পড়া আরেক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হল কয়লা খনি থেকে। এই নিয়ে এখনও পর্যন্ত দুই শ্রমিকের দেহ উদ্ধার করা হল।
বুধবার খনি থেকে প্রথম দেহ উদ্ধার করা হয়। সোমবার উমরাংসু খনিতে আকস্মিক জলমগ্ন হওয়ার কারণে আটকে পড়া ৯ শ্রমিকদের মধ্যে দুই জনের দেহ ইতিমধ্যে উদ্ধার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই তথ্য দিয়েছেন।
ঘটনার ষষ্ঠ দিনেও খনিটিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার অভিযান অব্যহত হয়েছে। তল্লাশির ষষ্ঠ দিনে আরও এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ২৭ বছর বয়সি লিজেন মাগার, ডিমা হাসাও জেলার কালামাটির এক নম্বর গ্রামের বাসিন্দা তিনি। এর আগে নেপাল থেকে আসা এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছিল।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করা একটি পোস্টে লিখেছেন, ‘উমরাংসুতে অব্যাহতভাবে উদ্ধার কাজ চলছে। দুঃখজনকভাবে, আজ (শনিবার) সকালে আরও একটি দেহ উদ্ধার করা হয়েছে।
আমরা এই কঠিন সময়ে আশা ও শক্তি নিয়ে শোকাহতদের প্রতি সমবেদনা জানাই।’ উদ্ধার কাজে নিয়োজিত এক আধিকারিক জানিয়েছেন, ৩৪০ ফুট গভীর খনি থেকে জল তোলার কাজ চলছে এবং এখন ওএনজিসি এবং কোল ইন্ডিয়ার আনা মেশিনগুলি এই কাজে ব্যবহার করা হচ্ছে। অবৈধ কয়লা খনিতে আটকা পড়ে আছেন সাতজন শ্রমিক। তবে তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এদিকে এই ঘটনায় এক শ্রমিক নেতা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।