চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk : শনিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীদের লাগানো একটি আইইডি বিস্ফোরণে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একজন জওয়ান আহত হয়েছেন। একজন সিনিয়র অফিসার বলেছেন, মহাদেব ঘাট এলাকায় সকালে বিস্ফোরণটি ঘটে যখন সিআরপিএফের ১৯৬তম ব্যাটালিয়নের একটি দল ওই এলাকায় নজরদারি অভিযানে বেরিয়েছিল। তিনি বলেন, টহল দেওয়ার সময়, সিআরপিএফ জওয়ান অসাবধানতাবশত মাটির নিচে থাকা আইইডিতে পা দেয়, যার ফলে বিস্ফোরণ ঘটে। ওই আধিকারিক জানিয়েছেন, আহত জওয়ানকে বিজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[ আরও পড়ুনঃএকই পরিবারে খুন ৫ জনকে]
এর আগে শুক্রবার, পার্শ্ববর্তী নারায়ণপুর জেলার দু’টি স্থানে মাওবাদীদের লাগানো একটি আইইডি বিস্ফোরণে এক গ্রামবাসী নিহত এবং তিনজন আহত হন। ৬ জানুয়ারি মাওবাদীরা বিজাপুর জেলায় একটি আইইডি দিয়ে একটি গাড়ি উড়িয়ে দেয়, এতে আট পুলিশ সদস্য এবং একজন বেসামরিক চালক নিহত হন।
[ আরও পড়ুনঃএকই পরিবারে খুন ৫ জনকে]
এদিকে, নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল শুক্রবার মুরদাণ্ডা তিম্মাপুরের কাছে বিস্ফোরক-সহ চার মাওবাদীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে মাওবাদী সাহিত্য ও বিস্ফোরক সামগ্রী-সহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়েছে। পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, উসুর ব্লকের আওয়াপল্লি থানার সিআরপিএফ এবং পুলিশ স্টেশন আওয়াপল্লির যৌথ দল মাওবাদী বিরোধী অভিযানে মুরদাণ্ডা, তিম্মাপুর, চিলকাপল্লী এবং বাইগুদা গ্রামের দিকে গিয়েছিল। এ সময় মুরদাণ্ডা ও তিম্মাপুর সড়কে রাস্তার ধারে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন-চারজন পালানোর চেষ্টা করে। নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত দলটি তাদের ঘেরাও করে ধরে ফেলে।
[আরও পড়ুনঃকাশিমভের গোলে বেঙ্গালুরুকে হারাল মহমেডান]
ধৃতদের জিজ্ঞাসাবাদে তাদের নাম জানা যায়। তারা হল- নেদ্রা আরপিসি ডিএকেএমএস সদস্য কোসা মাদভি ফাদার হুরা (৪০) বাসিন্দা বেলাম পূজারিপাড়া নেদ্রা, বেলুম নেদ্রা সঙ্গমের সদস্য সান্না উইকা (৩২) বাসিন্দা পূজারি পাড়া বেলামনেদ্রা, নেদ্রা আরপিসি মিলিশিয়া সদস্য সান্না উইকা (২৬) বাসিন্দা, পূজারি পাড়া বেলাম নেদ্রা ও নেদ্রা আরপিসি সিএনএম সদস্য মাদাকাম সুখরাম (২৫) বেলাম নেদ্রা পূজারি পাড়ার বাসিন্দা।
ধৃত নকশালদের তল্লাশির সময় তাদের ব্যাগ থেকে একটি টিফিন বোমা, কর্ডেক্স তার, বিয়ারের বোতলে তৈরি বোমা, বৈদ্যুতিক তার, ব্যাটারি, মাওবাদী সাহিত্য উদ্ধার করা হয়। উল্লিখিত নিষিদ্ধ বিস্ফোরক সামগ্রী পরিবহণের বিষয়ে নকশালদের কাছ থেকে বৈধ নথি চাওয়া হয়েছিল। কিন্তু ধৃতদের কাছে কোনও কাগজপত্র ছিল না। আভাপল্লী থানায় আইনি ব্যবস্থা নেওয়ার পর তাদের বিজাপুরের আদালতে বিচার বিভাগীয় রিমান্ডে পাঠানো হয়েছে।