ad
ad

Breaking News

Maha Kumbh

ফের মহাকুম্ভে দুর্ঘটনা, হট এয়ার বেলুনে আগুন লেগে ঝলসে গেলেন ৬ পুণ্যার্থী

এই দুর্ঘটনার সময় ওই বেলুনের মধ্যে ১৩ বছর ও ১৬ বছরের দুই কিশোর-সহ ৬ জন পুণ্যার্থী। হিলিয়াম গ্যাসে ভরা বেলুনে আগুন লেগে যাওয়ার কারণে ঝলসে যেন সকলেই। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Another accident at Mahakumbh, 6 pilgrims burnt to death after hot air balloon catches fire

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: মহাকুম্ভে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। সম্প্রতি পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ৩০ জন পুণ্যার্থী। এবার সেই রেশ কাটতে না কাটতেই সোমবার হট এয়ার বেলুন আছড়ে পড়ে ঝলসে গেলেন কিশোর-সহ ৬ জন পুণ্যার্থী। ইতিমধ্যে জখম পুণ্যার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবারের মহাকুম্ভে দর্শনার্থীদের আকর্ষণ বৃদ্ধির জন্য এই হট ই আর বেলুন রাইট সহ নানারকমের অ্যাডভেঞ্চারের আয়োজন করা হয়েছিল।

প্রয়াগরাজের এই মহাকুম্ভে ২০ নম্বর সেক্টরের আখাড়া মর্গের কাছে হট এয়ার বেলুনে ৬ জন পুণ্যার্থী উঠে উড়ছিলেন। সেই বেলুন কিছুক্ষণ আকাশে ওড়ার পর বিকট আওয়াজ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলুনটি খুব একটা উঁচুতে উঠতে পারেনি। যদি আরও উঁচুতে উঠত তাহলে বড়সড়ো কোন দুর্ঘটনা ঘটতে পারতো।

এই দুর্ঘটনার সময় ওই বেলুনের মধ্যে ১৩ বছর ও ১৬ বছরের দুই কিশোর-সহ ৬ জন পুণ্যার্থী। হিলিয়াম গ্যাসে ভরা বেলুনে আগুন লেগে যাওয়ার কারণে ঝলসে যেন সকলেই। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আহতদের ফার্স্ট এইড দেওয়া হয়েছে বলেছে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তারা বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। এখন তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।