ad
ad

Breaking News

ওড়িশার বালেশ্বরের পর অন্ধ্রপ্রদেশ

বিজয়নগরমে প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এক্সপ্রেসের! মৃত কমপক্ষে ১৩

Bangla Jago Desk: ওড়িশার বালেশ্বরের পর অন্ধ্রপ্রদেশ। রবিবার বিজয়নগরম জেলায় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সংঘর্ষ এক্সপ্রেস ট্রেনের। মারা গিয়েছেন ১৩ জন। আহত ৫০ জন। চলছে উদ্ধারকাজ। রেল সূত্রে জানা গিয়েছে, কর্মীদের ‘ভুলে’ই এই বিপত্তি। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন […]

Vizianagaram, Oct 29 (ANI): A rescue operation is underway after a train accident in Vizianagaram district on Sunday. Reportedly six passengers died and 18 were injured in the incident. (ANI Photo)

Bangla Jago Desk: ওড়িশার বালেশ্বরের পর অন্ধ্রপ্রদেশ। রবিবার বিজয়নগরম জেলায় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সংঘর্ষ এক্সপ্রেস ট্রেনের। মারা গিয়েছেন ১৩ জন। আহত ৫০ জন। চলছে উদ্ধারকাজ। রেল সূত্রে জানা গিয়েছে, কর্মীদের ‘ভুলে’ই এই বিপত্তি। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ঘটনায় রেলকে এক হাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের দাবি জানিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘কবে ঘুম থেকে জাগবে রেল?’’ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে রেল।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের ১০ লক্ষ, গুরুতর আহতদের দু’লক্ষ এবং সামান্য আহত যারা হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। বিশাখাপত্তনম থেকে পালাসা যাচ্ছিল ট্রেনটি। ধাক্কার ফলে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে।

ঘটনাস্থলের বিভিন্ন ছবি প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে লাইনচ্যুত হয়ে পড়ে রয়েছে ট্রেনের কামরা। সেখানে জড়ো হয়েছেন বহু মানুষ। উদ্ধারকাজে হাত দিয়েছেন স্থানীয়েরা। পূর্ব মধ্য রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দু’টি ট্রেনের সংঘর্ষ হয়েছে। তাতে ট্রেনের কামরা লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। তবে সেই সংখ্যাটা জানা যায়নি। উদ্ধারকাজ চলছে। রেল সূত্রে জানা গিয়েছে, রেল কর্মীদের ‘ভুল’-এই দুর্ঘটনা।রেলের তরফে চালু করা হয়েছে হেল্প লাইন।

Free Access