গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আকাশসীমা দু’দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। শুক্রবার একটি ‘নোটাম’ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে ২৩ ও ২৪ মে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই অঞ্চলের আকাশসীমা দিয়ে কোনও যাত্রীবাহী বিমান চলাচল করতে পারবে না।
সূত্রের খবর, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আকাশ সীমা বন্ধ নিয়ে এক কর্মকর্তা জানিয়েছেন,‘আমরা আজ উচ্চ-উচ্চতার অস্ত্র পরীক্ষা সফলভাবে করেছি এবং আগামীকাল একই ধরণের পরীক্ষা করা হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এটি একটি নিয়মিত অনুশীলন কারণ আমরা অতীতেও একই ধরণের পরীক্ষা করা হয়েছে।’
উল্লেখ্য, এর আগেও আন্দামান ও নিকোবর অঞ্চলে একাধিকবার গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারত।চলতি বছরের জানুয়ারিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। এরপর এপ্রিল মাসে ভারতীয় বিমান বাহিনী একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়, যা ২৫০ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।এরই মধ্যে ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’অভিযান চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয়। পালটা হামলার চেষ্টা করে পাকিস্তান, তবে ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সেই আঘাত প্রতিহত করে। বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলছে সংঘর্ষবিরতি। এই প্রেক্ষাপটে আবার নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য আকাশসীমা বন্ধের নির্দেশ জারি করল প্রতিরক্ষা বাহিনী। যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।