ad
ad

Breaking News

Jammu and Kashmir

উপত্যাকায় সংঘর্ষবিরতি লঙ্ঘন,আহত এক বিএসএফ জওয়ান

ফের অশান্ত জম্মু-কাশ্মীর। উপত্যকায় লঙ্ঘন সংঘর্ষবিরতি। সেনা জঙ্গি গুলির লড়াইতে আহত এক সেনাকর্মী।

An army personnel was injured in the gunfight with the army militants

ছবিঃ সংগৃহীত

Bangla jago Desk: ফের অশান্ত জম্মু-কাশ্মীর। উপত্যকায় লঙ্ঘন সংঘর্ষবিরতি। সেনা জঙ্গি গুলির লড়াইতে আহত এক সেনাকর্মী। বুধবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্তও জম্মু-কাশ্মীরের আখনুরে দুপক্ষের সংঘর্ষ জারি। জম্মু-কাশ্মীরে নির্বাচন সামনেই। নির্বাচন ঘোষণার পর থেকে বারে বারে উত্তপ্ত হয়ে চলেছে উপত্যকা। প্রায়শই ঘটে চলেছে জঙ্গি হামলার ঘটনা। যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসনও। দফায় দফায় ভারতীয় সেনার তরফ থেকে জারি রাখা হয়েছে অভিযান।

[আরও পড়ুনঃ Viral Video: ‘বদলানো যাবেনা পোশাক’, অজুহাত থেকে বাঁচতে অভিনব বিজ্ঞাপন দোকানির

এবার ফের সেনা-জঙ্গি গুলির লড়াই জম্মু-কাশ্মীরের আখনুরে। বুধবার রত আড়াইটে নাগাদ সীমান্তের অপর প্রান্ত থেকে শুরু হয় গোলাগুলি। পাল্টা এপ্রান্ত থেকেও গুলি ছোড়া শুরু হয়। রাত পেরিয়ে ভোরেও সেই সংঘর্ষ থাকে অব্যাহত। সবমিলিয়ে ভোররাত পর্যন্ত চলা দুই সেনা বাহিনীর গুলির লড়াইতে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা। পাকিস্তান থেকে আসা গুলিতে এক জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া যায়।

ইতিমধ্যেই ওই জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও ভারতের জবাবি হামলায় সামান্তের অপর প্রান্তের ক্ষচয়ক্ষতির পরিমান এখনও পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে  প্রকাশ্যে  আনা হয়নি। তবে লাগাতার গুলির লড়াইয়ের জেরে সীমান্ত এলাকায় জারি করা হয় চূড়ান্ত সকর্তকা।

[আরও পড়ুনঃ জবরদখল হঠাতে চায় চক্র রেল,দাবিও উঠছে পুনর্বাসনের

প্রসঙ্গত, ২০২১-এ যুদ্ধবিরতির চুক্তি পুনর্নবীকরণ করা হয়েছিল দুই দেশের শীর্ষ সানাকর্তাদের তরফ থেকে। সেই চুক্তির বছর তিনেক পর চুক্তি লঙ্ঘন করার ঘটনা ঘটেছিল ২০২৩-এ। তারপর থেকে কিছুদিনের জন্য পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ফের উপত্যকায় সরংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হল।