Bangla Jago Desk: রাজস্থানে ভোট প্রচারে গিয়ে বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন অমিত শাহ। রাজস্থানের নাগৌরে তাঁর প্রচারের রথের ওপরর অংশ বিদ্যুতের তার স্পর্শ করে। রথের ওপরের অংশটি তারের সঙ্গে ধাক্কাও লাগে। সেসময় একটি স্পার্ক হয়। তারটি ছিঁড়ে যায়। অল্পের জন্য রক্ষা পান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্ঘটনার পর কনভয়ে থাকা মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। তবুও প্রচার থামাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিদায়ী মুখ্যমন্ত্রী অশোক গেহলট তদন্তের নির্দেশ দিয়েছেন।
২৫ নভেম্বর রাজস্থানে ভোট। সেজন্য বিজেপির পক্ষে প্রচারে যান অমিত শাহ। স্টার ক্যাম্পেনারের জন্য ছিল বিশেষ গাড়ির রথ। আর রথে চেপে প্রচারে গিয়ে বড়সড় দুর্ঘটনার কবলে পড়েন কেন্দ্রের সেকেন্ড ইন কম্যান্ড। এদিন রাজস্থানের নাগৌরে একটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে অমিত শাহের ‘রথ’। সেই রথে চড়েই নির্বাচনী প্রচার সারছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। মঙ্গলবার গেরুয়া রথ বিদিয়াড় গ্রাম থেকে পর্বতসারের দিকে যাচ্ছিল।
পার্বতসরে একটি জলবহুল এলাকা দিয়ে যাওয়ার সময় বিপত্তি হয়। রাস্তার দুপাশে থাকা দোকানও বাড়িঘরের মধ্যে দিয়ে যেতে গিয়ে বিদ্যুতের তার স্পর্শ করে রথের ওপরের অংশ। রথের ওপরের অংশ তারের ছোঁয়ায় স্পার্ক হয়ে ছিঁড়ে যায়। তারপরেই নিরাপত্তারক্ষী থেকে বিজেপি কর্মীরা তত্পর হন। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছে। ফলে প্রচার থামাননি অমিত শাহ। ঘটনার একটি ভিডিও অনলাইনে প্রকাশ পেয়েছে।
বেকার যুবসমাজের জীবনযন্ত্রণার কথা উঠে আসে শাহের বক্তব্যে। কংগ্রেস পাল্টা সরব হয়েছে কেন্দ্র যুবদের বছরে ২কোটি চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেকথার কী হল ? বেরোজগারির বড় নজির গড়া বিজেপি সরকারকে পাল্টা সমালোচনা করেছে ইন্ডিয়া জোটের সদস্য দল। এর মাঝে কেন অমিত শাহের কনভয় ও রথের ওপর এই দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হল তা জানার জন্য বিদায়ী মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।
Free Access