চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: অমরনাথ যাত্রা শুরুর পরেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। শনিবার জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় একসঙ্গে পাঁচটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের বহনকারী ওই বাসগুলি অমরনাথ যাত্রার অংশ হিসেবে পহেলগাঁও রুট ধরে যাচ্ছিল। রামবানের চান্দেরকোট এলাকায় একটি লঙ্গরের কাছে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, কনভয়ের একটি বাসের আচমকা ব্রেক ফেল হয়ে যায়। সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে সামনের বাসে। একের পর এক ধাক্কায় কনভয়ের মোট পাঁচটি বাস একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতেই আহত হন অন্তত ৩৬ জন তীর্থযাত্রী (Amarnath Yatra Accident)।
আরও পড়ুনঃ Purba Bardhaman: পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত ১, আহত ৩
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। সঙ্গে ছিলেন স্বাস্থ্য দফতরের কর্মীরাও। আহতদের দ্রুত রামবান জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। উল্লেখ্য, চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হয়েছে ৩ জুলাই থেকে এবং তা চলবে আগামী ৯ অগস্ট পর্যন্ত। প্রতি বছর কাশ্মীরের ৩৮৮৮ মিটার উঁচুতে অবস্থিত অমরনাথ গুহায় শিবভক্তরা পাড়ি দেন বিপুল সংখ্যায়। অমরনাথ গুহায় পৌঁছনোর জন্য মূলত দুটি রুট ব্যবহার করা হয়—একটি পহেলগাম রুট, অন্যটি বালতাল রুট। পহেলগাওঁ রুটটি তুলনামূলকভাবে দীর্ঘ হলেও অপেক্ষাকৃত নিরাপদ এবং স্বাভাবিক চড়াই। এই পথে যেতে হয় চন্দনওয়ারি, শেষনাগ, পঞ্চতার্নির মতো একাধিক স্থান পেরিয়ে। অপরদিকে বালতাল রুটটি স্বল্প দূরত্বের হলেও বেশি খাড়া ও কঠিন পথ (Amarnath Yatra Accident)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
এদিকে, পহেলগাওঁতে জঙ্গি হামলার অভিজ্ঞতার পর থেকে এবারের অমরনাথ যাত্রায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। অপারেশন সিঁদুর-পরবর্তী সময়ে যাত্রাপথের সর্বত্র কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। কোনওরকম জঙ্গি হানা কিংবা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও প্রশাসনের তরফে একাধিক নিরাপত্তা ব্যবস্থা জারি রাখা হয়েছে (Amarnath Yatra Accident)।