চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: চলতি বছরের অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। মঙ্গলবার উচ্চপর্যায়ের এক নিরাপত্তা বৈঠকে ঠিক হয়েছে, এই বছর পবিত্র অমরনাথ যাত্রায় হেলিকপ্টার পরিষেবা মিলবে না। এরপরেই বুধবার অমরনাথ যাত্রাপথকে ঘোষণা করা হয়েছে ‘নো ফ্লাই জোন’ হিসেবে। সেইজন্য অমরনাথ যাত্রা করতে গেলে তীর্থযাত্রীদের যেতে হবে পাহাড়ি পথে চলতে হবে পায়ে হেঁটে কিংবা পালকিতে চড়ে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নির্দেশেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, আইবি প্রধান অটল দুল্লু, ডিজিপি নলিন প্রভাত, সেনাকর্তা প্রশান্ত শ্রীবাস্তব-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক (Amarnath Yatra)।
আরও পড়ুন: Jos Buttler: ‘প্রধানমন্ত্রী’র পরই ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় থাকবেন শুভমন : বাটলার
প্রত্যেক বছরই পুণ্যার্থীদের ঢল নামে অমরনাথ যাত্রায়। পাশাপাশি তীর্থযাত্রীদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। এবছরও তার ব্যতিক্রম না। একদিকে পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর। অন্যদিকে পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। সেই আবহে এবার যাত্রাপথে মোতায়েন করা হচ্ছে ৫০ হাজারেরও বেশি সেনা। কেন্দ্রীয় সরকার চালু করেছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, যার কোডনেম – ‘অপারেশন শিব’। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত পুরো অমরনাথ যাত্রাপথে ড্রোন, হেলিকপ্টার কিংবা অন্যান্য উড়ন্ত যন্ত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (Amarnath Yatra)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
উল্লেখ্য, চলতি বছর ৩ জুলাই থেকে শুরু হতে চলেছে এবারের অমরনাথ যাত্রা, যা চলবে ৯ আগস্ট পর্যন্ত। ৩৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত বরফে মোড়া শিবলিঙ্গ দর্শনে প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত পৌঁছন জম্মু ও কাশ্মীরে। এই বছর ৩৭ দিনের যাত্রায় প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার যাত্রীকে অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। যাত্রীদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছিল ১৪ এপ্রিল থেকে। বলা বাহুল্য, এবারের অমরনাথ যাত্রায় প্রাকৃতিক দুর্যোগ, পাহাড়ি আবহাওয়া এবং সন্ত্রাসবাদী হুমকি—সব মিলিয়ে ভক্তদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর সরকার, সেনাবাহিনী ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে সাজানো হয়েছে এবারের অমরনাথ যাত্রার নিরাপত্তা (Amarnath Yatra)।