ad
ad

Breaking News

Hariyana

দশেরার সকালে খালে ডুবল অল্টো, মৃত ৪ শিশু-সহ ৮ জন

নিহতরা হলেন, ৪০ বছরের দর্শনা, ২৮ বছরের সুখবিন্দ্র, ৬৫ বছরের চামেলি, ১৭ বছরের কোমল, ১৫ বছরের বন্দনা, ১২ বছরের রিয়া, ৬ বছরের রবনীত ও ১৩ বছরের লাভপ্রীত।

Alto drowned in canal on Dussehra morning, eight dead including four children

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : কাইথালে দশেরার দিন খালে ডুবল একটি অল্টো। গাড়িতে থাকা আটজন মারা গিয়েছেন। গাড়িতে করে পুন্ড্রির দিকে যাচ্ছিলেন পরিবার। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। শনিবার সকালে কাইথালের মুন্ডাডি গ্রামের কাছে একটি বড় দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিরসা শাখা খালে পড়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় গাড়িতে থাকা একই পরিবারের আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার মহিলা ও চার শিশু রয়েছে। একই সঙ্গে গাড়ি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা গিয়েছে, নিহত পরিবারের সবাই দীগ গ্রামের বাসিন্দা এবং তারা পুন্ড্রি থেকে কাইথলের দিকে আসছিলেন।

সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় সবাইকে গাড়ি থেকে নামিয়ে কাইথল সিভিল হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা সাতজনকে মৃত ঘোষণা করেন।

[ আরও পড়ুন : হরিয়ানায় শপথ গ্রহণ অনুষ্ঠানে নয়াব সাইনির নেতৃত্বে গঠন হবে মন্ত্রিসভা ]

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। জানা গিয়েছে, গুহনায় অনুষ্ঠিত মেলায় পরিবারটি যাচ্ছিল। পুন্ড্রি থেকে কাইথালের দিকে মুন্দ্রি খালে পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পথচারীরা ঘটনাস্থলে গাড়িটি ডুবে যেতে দেখেন। আশপাশের লোকজন সেখানে পৌঁছায়। পুলিশকে খবর দেওয়া হয়। এরপর গাড়ির চালক-সহ গাড়িতে থাকা মহিলা ও শিশুকে বের করে আনা হয়।

দুর্ঘটনার শিকার আটজনের মধ্যে একজন ১৫ বছরের মেয়েকে এখনও উদ্ধার করা যায়নি। তার সন্ধানে ডুবুরিদের মোতায়েন করা হয়েছে। এদিকে গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, ৪০ বছরের দর্শনা, ২৮ বছরের সুখবিন্দ্র, ৬৫ বছরের চামেলি, ১৭ বছরের কোমল, ১৫ বছরের বন্দনা, ১২ বছরের রিয়া, ৬ বছরের রবনীত ও ১৩ বছরের লাভপ্রীত।

[ আরও পড়ুন : Bangladesh: বাংলাদেশের তাঁতীবাজারে মণ্ডপে হামলা, আহত ৪ ]