ad
ad

Breaking News

Air India

Air India: আন্তর্জাতিক উড়ানের সংখ্যা ১৫ শতাংশ কমালো এয়ার ইন্ডিয়া

বিকল্প বিমানে যাত্রার সুযোগ দেওয়া হবে।

air india reduces number of international flights by 15 percent

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ এখন কেটেনি। আর এই আবহে এবার বড় ঘোষণা করল এয়ার ইন্ডিয়া ( Air India)। সংস্থার তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক রুটে বিশেষ করে ওয়াইডবডি বিমানের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে উড়ান কমানো হবে আগামী কয়েক সপ্তাহের জন্য। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০ জুন থেকে এবং চলবে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত। 

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্ঘটনার ৬ দিন পরেই, যখন গোটা দেশ ১২ জুনের সেই ভয়াবহ ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারেনি। এয়ার ইন্ডিয়ার ( Air India) এআই ১৭১ বিমানটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান নিয়ে আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। তবে সেই বিমান কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আমেদাবাদ মেডিকেল কলেজের হস্টেলে আছড়ে পড়ে। প্রাণ হারান বিমানে থাকা ২৪১ জন যাত্রী ও ক্রু সদস্য।

[আরও পড়ুনঃ  Weather Hamper: জালে ইলিশ-এর রেকর্ড! বাধ সাধলো দুর্যোগপূর্ণ আবহাওয়া]
মাত্র ১ জন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান। মৃতদের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয় নাগরিক। এই দুর্ঘটনায় বিমানের দুই চালক, সমস্ত কেবিন ক্রু এবং সকল যাত্রী প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই বিমান চলাচল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]

এয়ার ইন্ডিয়া ( Air India) জানিয়েছে,  বর্তমানে বিমান দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে।  মধ্যপ্রাচ্যে অস্থিরতা পরিস্থিতি। ইউরোপ ও পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে নাইট কার্ফু জারি হয়েছে। ইঞ্জিনিয়ার ও পাইলটদের বাড়তি সতর্কতা—এই সব কিছু মিলিয়ে আন্তর্জাতিক পরিষেবায় সাময়িক রদবদল আনা হচ্ছে। গত ৬ দিনে ৮৩টি আন্তর্জাতিক উড়ান বাতিল করতে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়া। এখান থেকেই স্পষ্ট যে পশ্চিম এশিয়াতে অশান্তি ও নিরাপত্তার কারণে চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত আন্তর্জাতিক রুটে ১৫ শতাংশ কম বিমান চলবে এয়ার ইন্ডিয়ার। 

সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রীদের আগাম জানানো হবে ফ্লাইট বাতিল বা পরিবর্তনের বিষয়। বিকল্প বিমানে যাত্রার সুযোগ দেওয়া হবে। যাঁরা চান, তাঁরা সম্পূর্ণভাবে টাকা ফেরত পাবেন । বিনামূল্যে উড়ান রিশিডিউল করার সুবিধেও দেওয়া হবে।  ২০ জুন থেকে এই উড়ান সূচি কার্যকর হবে, তা খুব শীঘ্রই প্রকাশ করা হবে।