চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: এয়ার ইন্ডিয়ার এআই-১৭১বিমানের ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হওয়ায় তদন্তে বাড়তি গতি এসেছে।আশা করা হচ্ছে, কেন দুর্ঘটনা ঘটে,বিমান ওড়ার আগের মুহুর্তের পরিস্থিতি কী ছিল,সবটাই এই ককপিট ভয়েস রেকর্ডারের মাধ্যমে জানা যাবে (Air India AI-171 Crash)। ডিএনএ পরীক্ষা করে ইতিমধ্যে উদ্ধার হয়েছে ৪৭জনের দেহ। উচ্চ পর্যায়ের কমিটি দ্রুত তদন্ত করে দুর্ঘটনার কিনারা করুক,চাইছে স্বজনহারা বিমানযাত্রীরাও।
গত বৃহস্পতিবার আকাশে ওড়ার ২৭সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে যাত্রীবাহী।সাগরপারের স্বপ্নের শহরে যাত্রা করার স্বপ্নভঙ্গ হয়। এআই -১৭১ বোয়িং বিমানের সেই বিপর্যয়ের ঘটনার কিনারা করতে চলছে জোরদার তদন্ত।গড়া হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে কমিটি দুর্ঘটনার তথ্যতল্লাশ করতে তত্পর।এদিকে,দুর্ঘটনার দুর্ঘটনার তদন্ত করছে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Air India AI-171 Crash)।
আরও পড়ুন: weather: দক্ষিণবঙ্গের তিন দিনব্যাপী ভারী বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রাও
সারা দেশবাসী জানতে চায়,ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটেছে।এরমধ্যে বিরোধীদের দাবির মাঝে প্রধানমন্ত্রীর দফতর পুরো বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে।বিমান দুর্ঘটনা নিয়ে এরমধ্যে প্রধানমন্ত্রীর প্রধান সচিবের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, এই বিষয়ে তদন্তে গতি আনার চেষ্টা চালাচ্ছে।এরমাঝে বড়সড় হাতিয়ার হাতে পেল তদন্তকারীরা।হাতে এসেছে দ্বিতীয় ব্ল্যাকবক্স।
দ্বিতীয় ব্ল্যাকবক্স উদ্ধার হওয়ায় বিমান দুর্ঘটনার কিনারার সম্ভাবনা। বিমানে ২রকমের ব্ল্যাক বক্স থাকে, ককপিট ভয়েস রেকর্ডার-ফ্লাইট ডেটা রেকর্ডার। ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হওয়ায় ককপিটের কথাবার্তা জানা যায়ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে। অক্ষাংশ-দ্রাঘিমাংশের হিসেব মেলে কোনদিকে যাচ্ছিল বিমান,স্পিডকত ছিল,সেই তথ্য জানা যায়। উন্নত প্রযুক্তির মাধ্যমে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা।বিশেষজ্ঞরা মনে করছেন,আগামীদিনে বিমান দুর্ঘটনার আসল কারণ জানার চেষ্টা আগামীতে সহজতর হবে।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
বোয়িং এআই-১৭১ বিমানের আগে কোনও দুর্ঘটনা ঘটেনি।মোট ২৪২জন যাত্রীর মধ্যে ২৪১জনের মৃত্যু হয়েছে।বিমানটি মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর আছড়ে পড়ায় আরও প্রায় ২৩জন মৃত্যু হয়এছে।এদিকে,ডিএনএ পরীক্ষা করা হচ্ছে নিহত বিমানযাত্রীদের।মোটের ওপর ৪৭জনের দেহ উদ্ধার করা হয়েছে।ইতিমধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দেহ উদ্ধারের পর তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে (Air India AI-171 Crash)।