চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: হিন্দু ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে মহাকুম্ভ। এই মহা কুম্ভের অপেক্ষায় থাকেন অগণিত ভক্ত। মহাকুম্ভকে কেন্দ্র করে হয় মেলাও যা অতি প্রাচীন সময় থেকে হয়ে আসছে। তবে বর্তমান সময়ে এই মেলায় লেগেছে আধুনিকত্ত্বের ছোঁয়া। তবে তা সত্ত্বেও প্রাচীনতত্ত্ব বজায় রাখা হয়েছে এখনো। ২০২৫ সালের মহা কুম্ভের মেলায় প্রাচীন ও আধুনিকত্ব মিলেমিশে একাকার হয়েছে।
নিরাপত্তার স্বার্থে সেখানে বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা, সেই সঙ্গে ব্যবস্থা করা হয়েছে এলইডি ডিসপ্লের। মহাকুম্ভ মেলার সমস্তটাই এবার নির্ভর করছে এই আই প্রযুক্তির উপর। দেশ বিদেশের বহু ভক্ত উত্তরপ্রদেশে প্রয়াগরাজে এসে এই মহাকুম্ভে অংশগ্রহণ করেন। এই মহা কুম্ভের আয়োজন এবং নিরাপত্তার জন্য উত্তর প্রদেশ প্রশাসনের তরফে ভরসা করা হয়েছে এআই এর উপর।
প্রসঙ্গত, এই মহা কুম্ভ মেলা শুরু হতে চলেছে ১৩ই জানুয়ারি এবং শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। প্রত্যেক বছরের মতোই এ বছরও মহাকুম্ভের মেলা কে কেন্দ্র করে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। সূত্রের খবর প্রায় ৪০ কোটি দর্শনার্থী এই সময় ভিড় জমাতে পারেন মহাকুম্ভের মেলাতে।
প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে প্রায় চার হাজার হেক্টর এলাকা জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। সমগ্র এলাকায় নিরাপত্তার জন্য ঘিরে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। প্রত্যেক সিসিটিভি ক্যামেরা কে জুড়ে দেওয়া হয়েছে কন্ট্রোল এন্ড কম্যান্ড ইউনিটের সঙ্গে। এমনকি এই মেলায় গিয়ে কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে বের করার জন্য তৈরি করা হয়েছে সন্ধান কেন্দ্র। আর সেখানেই ব্যবহৃত হয়েছে এ আই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।
এখন প্রশ্ন, কিভাবে কাজ করবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা? জানা যাচ্ছে, হারিয়ে যাওয়া ব্যক্তির ছবির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় থাকা ছবি মিলিয়ে দেখবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনকি হারিয়ে যাওয়া ঐ ব্যক্তিকে খুঁজে পেতেও সাহায্য করবে এআই। এই গোটা মেলা প্রাঙ্গণ জুড়ে সবমিলিয়ে বারটি কেন্দ্র করে তোলা হয়েছে যার প্রত্যেকটির বাইরেই এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়। নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলার মিললে স্ক্রিনে ভেসে উঠবে তার ছবি। তৎক্ষণাৎ পরিবারের লোক যোগাযোগ করতে পারবেন ওই কেন্দ্রে।