চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : সামনেই পুজো। পুজোর মরসুমে কেনাকাটা তো করতেই হবে। তাই দোকান থেকে জামা কিনেছেন। কিন্তু বাড়িতে নিয়ে এসে দেখেন তা আপনার ফিটিংস হচ্ছে না কিংবা আপনার আর পছন্দ হচ্ছে না! তাই দোকানে ফিরিয়ে দেবেন ভাবছেন? কিন্তু, সবসময় কি সব দোকানদার তা ফিরিয়ে নেন। দোকানের মালিকের একাংশের দাবী, কেউ কেউ নতুন জামা ব্যবহার করার পর ফিরিয়ে দিতে আসেন। তারা নানান অছিলায় যাদের ব্যবহার করা জিনিস দোকানে ফেরাতে আসেন।
View this post on Instagram
[ আরও পড়ুন : জবরদখল হঠাতে চায় চক্র রেল,দাবিও উঠছে পুনর্বাসনের ]
কেউ বলেন, “আমার মায়ের এই পোশাকটি পছন্দ হয়নি”। আবার কেউ বলেন, ” এই পোশাক পরার অনুমতি দেননি আমার বাবা”। এই ধরনের নানান কারণ দেখিয়ে জামা একবার পড়ে নিয়ে তারপর দোকানে ফেরত দিতে আসেন ক্রেতারা। তাই এবার দোকানের সামনে বিজ্ঞপ্তি লাগিয়ে নতুন নিয়ম শুরু করেছে দোকানদাররা। সোশ্যাল মিডিয়া য় এইরকম একটি বিজ্ঞপ্তি বেশ ভাইরাল হয়েছে।
[ আরও পড়ুন : ভোটার স্লিপের সুত্র ধরে উদ্ধার বৃদ্ধা,সিভিক ভলেন্টিয়ারের মানবিক মুখ ]
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরার একটি কাপড়ের দোকান। দোকানের মালিক তার দোকানের সামনে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। টাঙ্গিয়ে রাখা বিজ্ঞপ্তিতে লেখা, ” মায়ের পছন্দ হয়নি, বাবা পরতে দিচ্ছেন না। কোন অজুহাতেই এই দোকানে জামা কাপড় বদলানো যাবে না।” এই কপিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নেটিজেনরা বিষয়টিকে হাসির খোরাক হিসেবে গ্রহণ করেছেন। তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ” জামা কাপড় বদলানোর সমস্যার জন্যই আমি অনলাইন থেকে কেনাকাটা করি।”