ad
ad

Breaking News

Madhya Pradesh

ভোট মেটার পর ইভিএম মেশিনে লেগে গেল আগুন , আবারও চারটি বুথে ভোটের সম্ভাবনা!

মঙ্গলবার মধ্যপ্রদেশের  বেতুল জেলায় সবকটি বুথেই ভোট হয়।নির্বাচন হওয়ার পর সমস্ত ইভিএম বাসে করে নিয়ে যাচ্ছিলেন নির্বাচনী আধিকারিকরা।

After the vote, the EVM machine caught fire, again the possibility of voting in four booths!

Bangla Jago Desk: মঙ্গলবার মধ্যপ্রদেশের  বেতুল জেলায় সবকটি বুথেই ভোট হয়।নির্বাচন হওয়ার পর সমস্ত ইভিএম বাসে করে নিয়ে যাচ্ছিলেন নির্বাচনী আধিকারিকরা।কিন্তু মাঝপথে ঘটে বিপত্তি।দেখা যায় ইভিএম নিয়ে যে বাস যাচ্ছিল তাতে আগুন লেগে যায়। ফলে ৪টি বুথের  ইভিএম পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

২৭৫,২৭৬,২৭৭,২৭৮ও ২৭৯ নম্বর বুথের ইভিএম ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বাসে থাকা বাসের কর্মী বা চালক কোনরকম আহত হননি। এমনটাই জানিয়েছেন বেতুলের কালেক্টর নরেন্দ্র সূর্যবংশী।এই ঘটনাটি ঘটেছে গোলা গ্রামের কাছে। মঙ্গলবার রাত ১১টা নাগাদ বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকায় ডাকায়  দমকলকে।দমকলের কর্মীরা আগুন নেভায়।

৪টি বুথের ইলেকট্রনিক ভোটিং মেশিন নষ্ট হলেও বাকি ২টো বুথের ইভিএম সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র সূর্যবংশী। এই বেতুলে এবার প্রায় ৭৩শতাংশ ভোট পড়েছে।ইভিএম ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় আবার ৪কেন্দ্রে ভোট নিতে হতে পারে বলে মনে করছেন নির্বাচনী আধিকারিকরা ।