ad
ad

Breaking News

Lok Sabha Election 2024

৯৭ কোটি ভোটার নির্বাচিত করবে দেশের সরকার, ‘চুনাও কা উৎসবে’ উৎসাহ কমিশনের

প্রিয় ভোটারগণ সম্বোধন করে দেশবাসীকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছে। সামাজিক মাধ্মে এই আবেদন করেছে কমিশন।

97 crore voters will elect the government of the country, Election Commission's enthusiasm for 'Chunao Ka Utsav'

Bangla Jago Desk : দেশবাসীকে গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আহ্বান নির্বাচন কমিশনের। প্রিয় ভোটারগণ সম্বোধন করে দেশবাসীকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছে। সামাজিক মাধ্মে এই আবেদন করেছে কমিশন। ওই পোস্টে কমিশন জানিয়েছে, প্রায় ৯৭ কোটি ভোটার অংশ নেবেন নির্বাচনে। ১০.৫ লাখ পোলিং সেন্টার এবং ১.৫ কোটি নির্বাচনী আধিকারিক নিয়ে আসন্ন লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

কমিশনের সঙ্গে একত্রিত হয়ে বহুমূল্য ভোটের অধিকার প্রয়োগ করুক দেশবাসী। এমন আবেদন করেছে নির্বাচন কমিশন। আসন্ন লোকসভা নির্বাচন সম্পর্কে কমিশন বিস্তারিত জানিয়েছে।

সূচি: ৫৪৩টি সংসদীয় আসন জুড়ে সাত দফায় অনুষ্ঠিত হবে ভোট। ভোটাররা তাদের ভোটের তারিখ এবং পোলিং কেন্দ্রের বিবরণ দেখতে পারেন https://electoralsearch.eci.gov.in লিখে সার্চ করে





গণনার তারিখ: ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন ২০২৪।

ভোটিং প্রক্রিয়া সহজ করার উদ্যোগ: বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি ভোটার যাতে সহজেই ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে পানীয় জল, শেড, টয়লেট, র‍্যাম্প, স্বেচ্ছাসেবক, হুইল চেয়ার এবং বিদ্যুতের বিশেষ ব্যবস্থা ও সুবিধা করা হয়েছে।

নির্বাচন সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য, ভোট কেন্দ্র পর্যন্ত ভোটের তারিখ পাওয়া যাবে ECI App-এ। ECI অফিসিয়াল প্ল্যাটফর্ম https://elections24.eci.gov.in লিখে সারচ করেও জানা যাবে।

ভোটদানে উৎসাহ বাড়াতে কমিশনের তরফে একটি বিশেষ ভিডিয়ো আপ্লোড করা হয়েছে কমিশনের সামাজিক মাধ্যমের পেজে। ‘চুনাও কা উৎসব’ নামে ওই ভিডিয়োতে দেশবাসীকে ভোটদানে উৎসাহ দেওয়া হয়েছে।