চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk, Barsa Sahoo : বাড়ির নীচে দোকানে আগুন লেগে ছড়িয়ে পড়েছিল দোতলায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল তিন শিশু-সহ একই পরিবারের সাত জনের। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে মুম্বইয়ের চেম্বুর এলাকার সিদ্ধার্থ কলোনিতে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
[ আরও পড়ুন : Nadia: চোরাচালান রুখবে মৌমাছি! সীমান্তবর্তী এলাকায় বিএসএফের অভিনব উদ্যোগ ]
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার ভোর ৫ টা নাগাদ মুম্বইয়ের চেম্বুর এলাকার সিদ্ধার্থ কলোনির একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় আগুনের লেলীহান দ্রুত দোতলায় ছড়িয়ে পড়ে। ঘরের মধ্যে ছিলেন বাড়ির সদস্যরা। এরপর স্থানীয়রা চিৎকারের আওয়াজ শুনে ঘটলাস্থলে দৌড়ে আসেন। এসেই আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। কিন্তু ততক্ষনে পুরো বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ায় ঘরের ভেতর থেকে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ প্রচেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রনে না এলে অবশেষে দমকলে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা করলে অবশেষে সকাল ৯ টা নাগাদ আগুন নিয়ন্ত্রনে আসে। তারপর ঘরের ভেতর থেকে অগ্নিদগ্ধ দেহ বাইরে বের করে আনা হয়। পর পর মোট ৭ জনের দেহ উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে তিন শিশু রয়েছে। মৃতেরা হলেন অনিতা গুপ্ত, প্রেম, বিধি, গীতা, মঞ্জু, পারিস এবং নরেন্দ্র বলে পুলিশ জানায়।
[ আরও পড়ুন : ‘বিগ বস’-এর ঘরে পুকি বাবা, সলমনের জন্য জীবনসঙ্গীর খোঁজ! ]
পুলিশ প্রাথমিক তদন্তের পর জানান, বাড়ির একতলায় বৈদ্যুতিক সরঞ্জামের দোকানেই আগুন লেগেছিল। সেখানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে। একেবারে কাক ভোরে ঘটনাটি ঘটায় পরিবারটি আগুন লাগার বিষয়টি আঁচ করতে পারেনি।