ad
ad

Breaking News

Mirat

একই পরিবারে খুন ৫ জনকে

তাদের প্রাথমিক অনুমান, কোনও বিশেষ ব্যক্তি পুরো পরিবারকে হত্যা করেছে, যার বাড়িতে আসা-যাওয়া ছিল।

5 people murdered in the same family

প্রতীকী চিত্র

Bangla Jago Desk: মিরাটে বড় ঘটনা। একই পরিবারের পাঁচজনকে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির খাটের ভেতর থেকে ৫টি ও বাইরে থেক একটি দেহ পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে সম্পর্কে তাঁরা স্বামী, স্ত্রী ও তিন সন্তান। স্ত্রীর নাম আসমা ও তিন মেয়ে হল, আফসা (৮), আজিজা (৪) ও আদিবা (১)। সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ তিনটি দিক থেকে তদন্ত করছে।

তাদের প্রাথমিক অনুমান, কোনও বিশেষ ব্যক্তি পুরো পরিবারকে হত্যা করেছে, যার বাড়িতে আসা-যাওয়া ছিল। পুরো পরিবারকে তাঁদের খাবারে কিছু নেশাজাতীয় পদার্থ দেওয়া হয়েছিল। অজ্ঞান হয়ে সবাই খুন হয়েছে। তাই কেউ চিৎকার করতেও পারেনি। খুনিরা ছিল ২ থেকে ৩ জন, যারা কয়েক ঘণ্টা বাড়িতে থাকে।