ad
ad

Breaking News

Kashmir

কাশ্মীরে পরিযায়ী ২ শ্রমিককে গুলি, চতুর্থবার হামলার শিকার পরিযায়ীরা

জম্মু-কাশ্মীরের বাদগাঁওয়ে জঙ্গি হামলার শিকার দুই পরিযায়ী শ্রমিক। গুলিবিদ্ধ দুই শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা। তড়িঘড়ি  তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

2 migrant workers shot in Kashmir, fourth attack on migrants

Bangla Jago Desk: জম্মু-কাশ্মীরের বাদগাঁওয়ে জঙ্গি হামলার শিকার দুই পরিযায়ী শ্রমিক। গুলিবিদ্ধ দুই শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা। তড়িঘড়ি  তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসরা তাঁদের বিপদ মুক্ত বলে উল্লেখ করেছেন। গত ২ সপ্তাহে এই নিয়ে ৪বার হামলার মুখে পড়লেন পরিযায়ীরা। যাঁরা আহত হয়েছেন তাঁরা হলেন,উসমান মালিকও সোফিয়ান। তাঁদের বয়স যথাক্রমে ২০বছর ও ২৫বছর। 

[আরও পড়ুনঃ হরিয়ানার ভোট কারচুপির অভিযোগ,মামলা দায়েরের হুঁশিয়ারি কংগ্রেসের

গত ২০অক্টোবর ভয়াবহ আক্রমণের  ঘটনা ঘটে। সন্ত্রাসবাদী হামলার ঘটনায় ৭জন আহত হয়।  যাঁদের মধ্যে ২জন পরিযায়ী শ্রমিক রয়েছে। ছিলেন এক চিকিৎসক। গান্ধেরবাল জেলায় টানেল নির্মাণের কাজে যুক্ত ছিলেন দুই শ্রমিক। বারবার পরিযায়ী শ্রমিকদের জঙ্গিরা টার্গেট করায় আতঙ্কে তাঁদের পরিবার। প্রশ্ন উঠছে,বাইরে থেকে কাজে আসা শ্রমিকদের এভাবে নিশানা করার পিছনে কোনও সন্ত্রাসবাদী কাজকর্ম রয়েছে কিনা ? পাক মদতপুষ্ট জঙ্গিদের বাড়বাড়ন্ত দেখে শঙ্কিত ভূস্বর্গে কাজে যাওয়া ভিনরাজ্যের শ্রমিকরা। 

এর আগে দেখা যায়, জম্মু ও কাশ্মীরের আখনুরে সেনার অ্যাম্বুল্যান্সে জঙ্গি হামলা হয়।হামলার  নেপথ্যে ছিল জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠী। নিরাপত্তা বাহিনীর আধিকারিকের তরফে জানানো হয়, জঙ্গিরা সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীর থেকে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে আখনুরে প্রবেশ করেছিল। ভারতীয় ভূখণ্ডে   নাশকতার ‘পরিকল্পনা’ ছিল তাদের। মৃত জঙ্গিদের থেকে একটি ওয়্যারলেস যন্ত্রও পাওয়া যায়। গোয়েন্দা সূত্রে খবর, সেই উদ্ধার হওয়া যন্ত্র থেকেই হামলার পিছনে  জইশ জঙ্গি যোগের প্রমাণ পান আধিকারিকেরা। এই অবস্থায় জম্মু-কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।যাতে সীমান্তপারের জঙ্গিরা বারবার হানা না দিতে পারে সেজন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

[আরও পড়ুনঃ কালীপুজোর রাতে ফাটল দেদার বাজি,দূষণরোধে নজরদারি বাড়াল প্রশাসন