ad
ad

Breaking News

Mahakumbh

মহাকুম্ভ থেকে ফেরার পথে বিপত্তি, ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত ২, আহত ১১

কুম্ভ মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পরে ২ জনের মৃত্যু। আহতের সংখ্যা ১১।

2 dead, 11 injured in horrific road accident on way back from Mahakumbh

চিত্র: প্রতীকী

Bangla Jago Desk: কুম্ভ মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পরে ২ জনের মৃত্যু। আহতের সংখ্যা ১১। জানা যায়, একটি বালি বোঝাই ট্রাকে গিয়ে আচমকাই ধাক্কা মারে তীর্থযাত্রী ভর্তি ভ্যান। ঘটনাস্থল, হামিরপুর জেলার বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। সেখানেই ২ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, সুদর্শন, বিপুল শর্মা, জীবনা দেবী, সুধেশ কুমারি, সুনীল কুমারি, কুসুম লতা, চাঁদি, অঞ্জুবালা, অঞ্জনা কুমারি, রক্ষা দেবী এবং শিলারানি।

[আরও পড়ুন: তোলা না মেলায় পেটে ব্লেড, ধৃত অভিযুক্ত]

পুলিশ সূত্রে জানা যায়, মৃত দুজনই হিমাচলপ্রদেশের বাসিন্দা। সূত্র মারফৎ জানা যায়, হামিরপুরের কাছাকাছি পৌঁছতেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল ভ্যান চালক। ঠিক সেই সময়ই পাশ থেকে যাওয়া বালি বোঝাই ট্রাকে গিয়ে ধাক্কা মারে ওই নিয়ন্ত্রণ হারানো ভ্যান। এই সজোড়ে ধাক্কার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় ভানের সামনের অংশ। রাস্তাতেই ছিটকে পড়ে যান যাত্রীরা। ঘটনাস্থলে যাদের মৃত্যু হয়েছে সেই দুজনের বয়সই ৬০ বছর ছুঁই ছুঁই। তারা হিমাচল প্রদেশের বাসিন্দা নির্মলা দেবী ও সুরেন্দ্র রানা।

[আরও পড়ুন: মন্ত্রীর বক্তব্যের মাঝেই মঞ্চে ঘুমিয়ে পড়লেন দুই বিজেপি বিধায়ক, ভাইরাল ভিডিও]

সূত্রের খবর, শনিবারই তীর্থ যাত্রীদের নিয়ে ফিরছিল ওই ভ্যানটি। ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট-এর কথায়, “আহতদের চিকিৎসা চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”