ad
ad

Breaking News

Men’s Skin Is Better Than Women

Men’s Skin Is Better Than Women: কেন পুরুষদের ত্বক মহিলাদের তুলনায় বেশি উজ্জ্বল ও টানটান?

তাও পুরুষদের ত্বক মহিলাদের ত্বকের তুলনায় থাকে এত ঝকঝকে তকতকে উজ্জ্বল ও তরতাজা। কেন এমন হয় জানেন?

Why Men’s Skin Is Better Than Women’s: Testosterone

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: মহিলারা নিজেদের সুন্দর দেখাতে, ত্বকের পরিচর্যা করতে বহু অর্থ ব্যয় করে থাকেন সেরাম, ক্রিম, ফেসওয়াশ, ফেসস্ক্রাব কেনার পেছনে। কিন্তু তাও সব বয়সি মহিলার সব রকমের ত্বকেও দেখা যায় নানান রকমের সমস্যা। কিন্তু পুরুষরা তাদের সৌন্দর্য রক্ষায় এতকিছু অর্থ, সময় বা এনার্জি ব্যয় করে না। তাও পুরুষদের ত্বক মহিলাদের ত্বকের তুলনায় থাকে এত ঝকঝকে তকতকে উজ্জ্বল ও তরতাজা। কেন এমন হয় জানেন? আসল কারণ কিন্তু কোনো ম্যাজিক ফেসওয়াশ বা স্কিনকেয়ার রুটিনে লুকিয়ে নেই। আসল রহস্য লুকিয়ে আছে টেস্টোস্টেরন হরমোনে (Men’s Skin Is Better Than Women)।

আরও পড়ুনঃ উৎসব শেষে স্বস্তি! বাণিজ্যিক গ্যাসের দাম কমল দেশজুড়ে, কলকাতায় নতুন মূল্য কত?

এনসিবিআই জার্নালে প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে, পুরুষ ও মহিলাদের ত্বকের স্বাস্থ্যর তফাত লুকিয়ে আছে হরমোনের তারতম্যে। বয়ঃসন্ধিতে পুরুষের ত্বকে বদল ঘটে টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণের ফলে।
পৃথক আরেকটি গবেষণায় দেখা গেছে, মহিলাদের তুলনায় পুরুষদের ত্বক ২০-২৫% বেশি পুরু ও মোটা। এই মোটা ত্বকই পুরুষের ক্ষেত্রে রক্ষাকবচের কাজ করে। দূষণ, সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ও বলিরেখার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে (Men’s Skin Is Better Than Women)।

এছাড়াও কোলাজেন প্রোটিনের বিন্যাস ত্বককে নরম, মোলায়েম অথচ টানটান রাখতে সাহায্য করে। মহিলাদের তুলনায় পুরুষদের ত্বকে বেশি পরিমাণে কোলাজেন প্রোটিন থাকে। মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পরে কোলাজেন প্রোটিনের ঘাটতি দেখা যায়। কারণ, ইস্ট্রোজেন হরমোনের নিঃসরণে ঘাটতি দেখা যায়। তাই বয়স বাড়লেও পুরুষদের ত্বক টানটান থাকে। এছাড়াও টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ ত্বকের তৈলগ্রন্থীকে সক্রিয় করে তোলে। তেলের স্বাভাবিক নিঃসরণ বজায় রাখতে সাহায্য করে। তাই পুরুষদের ত্বকে স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা বজায় থাকে।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

এছাড়াও ত্বক নিয়ে খুঁতখুঁতানি কম থাকে পুরুষদের। তাই তারা মহিলাদের তুলনায় কম উদ্বিগ্ন হয়। প্রতি মাসে মাসিক ঋতুস্রাবের জন্য মহিলাদের শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের নিঃসরণে তারতম্য হয়। তার প্রভাব পড়ে ত্বকের ওপরও। এছাড়াও মহিলাদের ত্বকের স্তর পাতলা হয়। অতিরিক্ত মেকআপ ব্যবহার করা আর দূষণ ও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকে সমস্যা দেখা যায়।