ad
ad

Breaking News

Summer

গরমে একেবারে হাঁসফাঁস করছেন তো? জানতে চান গরমে ঘর এসি ছাড়াই কীভাবে ঠান্ডা করবেন?

সবার বাড়িতে তো এসি থাকে না তাহলে সহজ কিছু উপায় ঘর প্রাকৃতিক ভাবে ঠান্ডা করবেন কীভাবে?

Want to know how to cool the house without AC in summer?

Bangla Jago Desk, মৌ বসু : প্রবল তাপপ্রবাহে দগ্ধ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ। গরমে পুড়ছে উত্তরবঙ্গের জেলাগুলিও। এত গরমে সত্যি টেকা দায়। তবে সবার বাড়িতে তো এসি থাকে না তাহলে সহজ কিছু উপায় ঘর প্রাকৃতিক ভাবে ঠান্ডা করবেন—

১) সকালে যে সময় রোদ খুব চড়া থাকে তখন জানলার পর্দা ফেলে দিন। রোদ যাতে ঘরে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখুন।

২) অনেক সময় পাখা চললেও যেন মনে হয় পাখা থেকে গরম হলকা বেরোচ্ছে। গরমে ফ্যানের রেগুলেটর বাড়িয়ে দিন। গরমে সিলিং ফ্যান যাতে সঠিক দিকে ঘোরে সেদিকে খেয়াল রাখুন





৩) অনেক সময় বাল্বের কারণেও ঘর গরম হয়ে যায়। হ্যালোজেনের বাল্ব নয় এনার্জি সেভিং এলইডি বাল্ব ব্যবহার করুন।

৪) পর্দার নীচের দিকটা জলে ভিজিয়ে রাখুন। এরপর হালকা করে ফ্যান চালিয়ে দিন। ঠান্ডা ভাব ধীরে ধীরে পর্দার ওপরে উঠতে শুরু করবে।

 

৫) গাঢ় রঙের সুতির কাপড়ের পর্দা কিনবেন যাতে রোদ ঘরের ভেতরে ঢুকতে না পারে। সারাদিন যদি রোদ না ঘরে ঢোকে তাহলে ঘর ঠান্ডা থাকবে।

৬) জানলায় গাছ রাখবেন। সুন্দর কারুকাজ করা টবে গাছ রাখুন তাতে একদিকে যেমন গরম শুষে নেবে গাছ তেমনই ঘরের সৌন্দর্য বাড়বে।

৭) টিভি বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করলে বন্ধ রাখুন। মোবাইল ফোনের চার্জার ব্যবহার না করলে বন্ধ রাখুন।

৮) বদ্ধ ঘরের মধ্যে হাওয়া চলাচল না করলে গরম হয়। তাই ডিহিউমিডিফায়ার যন্ত্র ব্যবহার করুন। এই যন্ত্র গরম বাতাস শুষে নেবে।

৯) বিছানার চাদর, বালিশের ঢাকা, কুশন কভার সুতির বা লিনেনের ব্যবহার করুন।

১০) সূর্যাস্তের পর ঘরের জানলা খুলে দিন। ঠান্ডা বাতাস ঘরে ঢুকে ভেতরের তাপমাত্রা কমিয়ে দেবে।

 

১১) রান্নাঘরে চিমনি ব্যবহার করুন। নিদেনপক্ষে এক্সহস্ট ফ্যান ব্যবহার করুন যাতে গরম হাওয়া বাইরে বেরিয়ে যায়।

১২) টেবিল ফ্যানের সামনে এক বাটি বরফ রাখুন। ঠান্ডা হবে ঘর।

১৩) সন্ধ্যা বা রাতে বেশ কিছুক্ষণ ঘরের আলো নিভিয়ে অন্ধকার করে রাখুন।

১৪) জানলার সামনে ভিজে কাপড় টাঙিয়ে দিন।