ad
ad

Breaking News

North Bengal Tourism

গরমে এ বার উত্তরবঙ্গ অভিযানে যাবেন? তবে ঘুরে আসুন তুরিবাড়ী থেকে

সেই ১৯ এপ্রিল থেকে আজ মে মাসও পড়ে গেল কিন্তু তীব্র গরমের দহনজ্বালা থেকে কোন মতেই রেহাই পাচ্ছে না রাজ্যবাসি। মন বারবার চাইছেতো এই গরমে শীতল কোন গন্তব্যে যেতে

Will you go on a trip to North Bengal this summer

Bangla Jago Desk: সেই ১৯ এপ্রিল থেকে আজ মে মাসও পড়ে গেল কিন্তু তীব্র গরমের দহনজ্বালা থেকে কোন মতেই রেহাই পাচ্ছে না রাজ্যবাসি। মন বারবার চাইছেতো এই গরমে শীতল কোন গন্তব্যে যেতে। চলুন তবে ঘুরে আসা যাক তুরিবাড়ী থেকে। ওলদাবাড়ি গ্রাম পঞ্চায়েতর মধ্যেই পড়ছে এই তুরিবাড়ী গ্রাম। দূরের পাহাড়, জঙ্গল, পাহাড়ি নদী, চা বাগান এই সবকিছুই দেখা মিলবে তুরিবাড়ীতে গেলে। এই গরম থেকে বাঁচতে অনেকেই ভ্রমণের উদ্দেশ্যে শীতল আবহাওয়ার খোঁজে ছুটে চলেছেন পাহাড়ি ডেস্টিনেশন গুলিতে। তবে এবার আপনাদের নিয়ে যাব জঙ্গল সংলগ্ন ডুয়ার্সের একটি ছোট্ট গ্রামে। যার নাম তুরিবাড়ী।

তুরিবাড়ী গ্রামে খুব কম সংখ্যক জনবসতি রয়েছে। রয়েছে প্রায় ৩০০ টির বেশি বাড়ি। ওলদাবাড়ি গ্রাম পঞ্চায়েতর মধ্যেই পড়ছে এই তুরিবাড়ী গ্রাম ।ডুয়ার্স মানেই সবার প্রথম মাথায় আসে জলদাপারা অভয়রন্যের কথা। এর পরেই পর্যটকরা যেখানে ঘুরতে যায় তা হল গরুমারা ও চিলাপতা। তুরিবাড়ীর কথা হয়তো অনেকের কাছেই অজানা। শান্ত নিরিবিলি এই অজানা গন্তব্যে কি না নেই, দূরের সবুজ ঘন জঙ্গলে ঢাকা পাহাড়, বিস্তীর্ণ নীল আকাশের নিচে চা বাগানের বাগিচা,নানা ধরনের ফুলে ভরা এই তুরিবাড়ী। তুরিবাড়ী তে থাকার জন্য রয়েছে অতীব সুন্দর একটি রিসর্ট। যার নাম  তুরিবাড়ী লেজার পয়েন্ট। এই রিসর্ট এর ভিউপয়েন্ট থেকে আপনি দেখতে পারবেন দূরের মেঘে ঢাকা জঙ্গলে ঘেরা পাহাড়, যা দেখে আপনার মনে হবে সারা দিন এই ভিউপয়েন্ট থেকে হাতে চায়ের কাপ ও পকড়া নিয়ে দেখতে থাকবেন দূরের ঢেউ খেলানো পাহাড়গুলি।

যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই ভিউপয়েন্ট থেকেই দূরের জঙ্গলে নিচের দিকে একটু ভালো করে লক্ষ করলে দেখতে পাবেন সবুজের মধ্যে বিচরণ করছে ময়ূর। এই দৃশ্যের সাক্ষী হতে পারলে আপনি নিজেকে সেই সময় সৌভাগ্য বলে মনে করবেন। এই তুরিবাড়ী থেকে আপনি পৌঁছে যেতে পারেন ইয়েলবং ও চালসার মত পাহাড়ি উপত্যকাতেও। এই তুরিবাড়ীতে মাঝে মধ্যে হাতির আনাগোনাও লক্ষ করা যায়। এই অন্য রকম ডুয়ার্সে যেতে হলে আপনাকে ট্রেনে করে প্রথমে আসতে হবে নিউ জলপাইগুড়ি। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন এই অজানা গন্তব্যে।