ad
ad

Breaking News

তিনচুলে

অজানা-অচেনা তিনচুলে! চলুন ঘুরে আসা যাক

Bangla Jago Desk: বাংলা দেশের পর্যটন মানচিত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই বাংলায় এমন অনেক পর্যটনস্থল হয়েছে, যে জায়গাগুলির নাম অনেকেই শোনেননি। এমনই এক জায়গা হল তিনচুলে। তিনচুলে অবস্থিত দার্জিলিং জেলাতে।তিনচুলেতে বেড়াতে গেলে একইসঙ্গে পাহাড় ও জঙ্গলের স্বাদ পাবেন। নিশ্চিতভাবে বলা যায়, মন ভরে যাবে প্রকৃতির সান্নিধ্যে। তিনচুলেতে দর্শনীয় যে তিনটি পাহাড় রয়েছে, সেই পাহাড় […]

Bangla Jago Desk: বাংলা দেশের পর্যটন মানচিত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই বাংলায় এমন অনেক পর্যটনস্থল হয়েছে, যে জায়গাগুলির নাম অনেকেই শোনেননি। এমনই এক জায়গা হল তিনচুলে। তিনচুলে অবস্থিত দার্জিলিং জেলাতে।তিনচুলেতে বেড়াতে গেলে একইসঙ্গে পাহাড় ও জঙ্গলের স্বাদ পাবেন। নিশ্চিতভাবে বলা যায়, মন ভরে যাবে প্রকৃতির সান্নিধ্যে। তিনচুলেতে দর্শনীয় যে তিনটি পাহাড় রয়েছে, সেই পাহাড় তিনটিকে দেখতে অনেকটা চুল্লির মতো। এজন্যই জায়গাটির নাম তিনচুলে।

এছাড়া তিনচুলে থেকে দর্শন করতে পারবেন কাঞ্চনজঙ্ঘাও।তিনচুলেতে গেলে মেঘ ছুঁতে পারবেন। এছাড়া রয়েছে নদী। নদীর জলস্রোতের শব্দের সঙ্গে মেশা পাখপাখালির কাকলি আপনার মনকে শান্ত করবে। ঘুরে বেড়াতে পারেন স্থানীয় কমলালেবুর বাগানেও।তিনচুলেতে বেশ কয়েকটি চা-বাগান রয়েছে। আছে অর্কিডের বাগান। আর রয়েছে একটি মঠ। এই বৌদ্ধমঠটি বহুদিনের পুরনো।তিনচুলে খুবই নির্জন জায়গা।

এখানকার লোকসংখ্যাও কম। দার্জিলিং, শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ি থেকে তিনচুলেতে যেতে পারেন গাড়িভাড়া করে। দার্জিলিং থেকে তিনচুলের দূরত্ব মোটে ৩০ কিলোমিটার। এছাড়া নিউ জলপাইগুড়ি থেকেও গাড়িভাড়া করে সড়কপথে তিনচুলেতে যেতে পারেন।তিনচুলেতে থাকার জন্যে হাতেগোনা কয়েকটি হোম স্টে রয়েছে। পর্যটকরা আগে থেকে বুকিং করে রাখলে থাকার জায়গা নিয়ে কোনও সমস্যা হবে না। আর ছুটির দিনগুলো কাটবে নির্ভার, উদ্বেগমুক্তভাবেই।