Bangla Jago Desk: চারিদিকে জল আর মাঝে টেন্ট? কি শুনেই কেমন অ্যাডভেঞ্চার লাগছে তাই নাহ? লাগতেই হবে হবে। জঙ্গলের ভেতরে থাকার অভিজ্ঞতা আছে, পাহাড়ের উপরে বা কোনো লেকের পাশে থাকার অভিজ্ঞতাও নিশ্চয়ই আছে। কিন্তু ভাসমান টেন্টে থাকার অভিজ্ঞতা কখনো হয়েছে কি? চলুন আজ আপনাদের নিয়ে যাব মহারাষ্ট্রের কারজাতে। যেখানে খোলা আকাশের নিচে চারিদিকে জলের মাঝেই টেন্টে রাত্রি যাপন এক কথায় যা অ্যাডভেঞ্চারাস।
তবে শুধু ভাসমান টেন্টে থাকা নয় রয়েছে আরও অনেক সুবিধা। ভাসমান টেন্ট ছাড়াও এখানে রয়েছে গাছবাড়িতে থাকার ব্যবস্থা। এছাড়া পার্টি, বনফায়ার, বার্বিকিউ, এবং নানা ধরনের খেলার ব্যবস্থা। এমনকি খোলা আকাশের নীচে আপনার পছন্দের সিনেমা দেখার ব্যাবস্থাও আছে। এছাড়াও করতে পারেন রিভার র্যাফটিং। সাধারণ ক্যাম্পিং-এর থেকে এটি অনেক বেশি সাজানোগোছানো অনেক বেশি অ্যাডভেঞ্চারাস।
নিশ্চয়ই ভাবছেন কিভাবে যাবেন? প্রথমে আপনাকে পৌঁছে যেতে হবে মুম্বই। তারপর মুম্বই থেকে কারজাত। মুম্বই থেকে কারজাতের দূরত্ব ৬২ কিমি। ট্রেনে বা বাসে পৌঁছে যেতে পারবেন কারজাতে। কোথায় থাকবেন ভাবছেন? থাকবার জন্যে রয়েছে একাধিক ক্যাম্প। তাহলে আর ভাবছেন কেন? প্রিয় মানুষ বা বন্ধুদের সঙ্গী করেই দু একদিনের জন্যে ঘুরে আসতেই পারেন অ্যাডভেঞ্চারাস জায়গা থেকে।