ad
ad

Breaking News

Nongriat Rainbow Falls

আকাশের বদলে জলের ভেতর দেখা যায় রামধনু! জানেন কোথায়?

আজকের ডেস্টিনেশন মেঘালয়ের নংরিয়াত।

Visit Nongriat Rainbow Falls

Bangla Jago Desk : আপনি কী পাহাড়প্রেমি ? তাহলে আপনার জন্য রইল এমন একটি ডেস্টিনেশনের সন্ধান যেখানকার পরিবেশ আপনার মন ভাল করবেই। আজকের ডেস্টিনেশন মেঘালয়ের নংরিয়াত।

পাহাড়প্রেমি নয় এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। আর এবার সেই পাহাড়প্রেমিদের জন্য রইল এমন একটি অফবিট ডেস্টিনেশনের সন্ধান, যেখানে গেলে হয়তো আর আপনার ফিরতে মন চাইবে না। জায়গাটির নাম নংরিয়াত। পাহাড়ের কোলে গড়ে উঠেছে এই গ্রাম। মেঘালয়তে গেলে আপনি পাবেন এই অপূর্ব গ্রামটির সন্ধান। তির্না গ্রাম থেকে প্রায় ৩৭০০ সিঁড়ি নেমে যেতে হয় নংরিয়াতে। নংরিয়াত গ্রামে আছে ডাবল ডেকার রুট ব্রিজ, সিংগেল রুট ব্রিজ, ন্যাচারাল সুইমিং পুল, সাসপেনশন ব্রীজ এবং রেইনবো ফলস। এখানকার মূল আকর্ষণ অবশ্য রেইনবো ফলস। সূর্য যখন ঠিক এই ঝর্ণার মাথার উপর উঁকি দেয় ঠিক তখন নিচের জলের মধ্যে রংধনু দেখা যায়। কিন্তু আকাশ তখন রংধনু শূন্য। আর এই কারণেই এর নাম ‘রেইনবো ফলস’।

অপরদিকে, বর্ষাকালে এই ঝর্ণা অবশ্য ভয়াবহ আকার ধারণ করে। জলের গতিবেগ এতটাই বৃদ্ধি পায় যে বেশ ভাল পরিমাণেই জল ছিটকে আসে। ফলে সেখানে দাঁড়িয়ে ছবি তোলাও একপ্রকার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এবার প্রশ্ন হচ্ছেন আপনি সেখানে যাবেন কী করে ? মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে গাড়িতে লাগে প্রায় ৩০-৪০ মিনিট। আর সেই তিরনা থেকে ট্রেকিং করে নীচে নামলেই পৌঁছে যাবেন নংরিয়াত গ্রামে। পাশাপাশি, এখানে থাকা-খাওয়ার সু-বন্দোবস্তও রয়েছে। রয়েছে শিরিন হোমস্টে যেখানে মাথা পিছু ৩০০ টাকাতেই আপনি থাকতে পারবেন। এছাড়া ভেজ, নন-ভেজ বিভিন্ন খাবারের অপশনও রয়েছে সেখানে। তাহলে আর দেরি কীসের? চটপট ব্যাগ গুছিয়ে নিন আর ঘুরে আসুন নংরিয়াত থেকে।