ad
ad

Breaking News

Tendrabong Kalimpong

Tendrabong Kalimpong: পায়ের তলায় সর্ষে? এবার খোঁজ মিলল উত্তরবঙ্গের ‘হিডেন জেম’ তন্দ্রাবং-এর

সবুজ পাহাড়, উপত্যকায় ঘেরা এই ছোট্ট পাহাড়ি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মনকে সতেজ করে তোলে।

Tendrabong Kalimpong: Hidden Gem of North Bengal

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। ভ্রমণপিপাসু বাঙালির কাছে বেড়ানোর গন্তব্য হিসাবে উত্তরবঙ্গ বরাবরই ভীষণ পছন্দের জায়গা। ভ্রমণপিয়াসীদের মধ্যে ইদানীং উত্তরবঙ্গের অফবিট পর্যটন কেন্দ্রর আকর্ষণ বাড়ছে। তেমনই এক অফবিট পর্যটন কেন্দ্র হল উত্তরবঙ্গের কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম তন্দ্রাবং বা তেনড্রাবং। অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অফবিট পর্যটন কেন্দ্রকে এক কথায় উত্তরবঙ্গের হিডেন জেম বলা চলে। সবুজ পাহাড়, উপত্যকায় ঘেরা এই ছোট্ট পাহাড়ি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মনকে সতেজ করে তোলে। শহুরে নাগরিক জীবনযাপনের মানসিক উদ্বেগ কাটাতে বছরের যে কোনো সময় এখানে আসা যায়। কোলাহলমুক্ত দূষণহীন পরিবেশে ভালো করে থাকা যায়। বাড়তি পাওনা ছোট্ট পাহাড়ি জনপদের স্থানীয় বাসিন্দাদের নির্মল আতিথিয়তা (Tendrabong Kalimpong)।

আরও পড়ুনঃ ‘স্টারডম’ তুলে প্রশ্ন! নিন্দুককে দুর্দান্ত জবাব কিং খানের

নেওড়া ভ্যালি জাতীয় অভয়ারণ্যের খুব কাছে অবস্থিত তন্দ্রাবংয়ে লেপচা সম্প্রদায়ের মানুষজনের বাস। কালিম্পং টাউন থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত তন্দ্রাবং থেকে খুব ভালো ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এছাড়াও এখানে আসলে হরেক রকমের প্রজাতির পাখির কলরব ও ফুল, প্রজাপতি দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় কেটে যাবে তা বোঝাই যাবে না। তন্দ্রাবং থেকে ঘুরে আসা যায় নেওড়া ভ্যালি জাতীয় অভয়ারণ্য, লাভা, রিশপ, কোলাখাম। এমনকি, এখান থেকে মাত্র ১৭ কিমি দূরে অবস্থিত ছাঙ্গে ফলস (Tendrabong Kalimpong)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

কীভাবে যাবেন তন্দ্রাবং

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তন্দ্রাবংয়ের দূরত্ব ১১৩ কিলোমিটার। সময় লাগে ঘণ্টা তিনেক। সড়কপথে কালিম্পং থেকে পৌঁছোতে সময় লাগে ঘণ্টা খানেক। কালিম্পং থেকে তন্দ্রাবংয়ে যাওয়ার গাড়ি ভাড়া পাওয়া যায়। থাকার জন্য হোম স্টে রয়েছে (Tendrabong Kalimpong)।