চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk : বছরের শেষটা শীত প্রেমীদেরকে হতাশ করলেও বছরের শুরুটা একটুও নিরাশ করেনি শীত প্রেমী মানুষদের। বছরের শুরুতেই বেশ ভালোই শীত পড়েছে বঙ্গে। ফোলে তুলে রাখা লেপ ও এখন বের করতে হচ্ছে রাজ্যবাসীদের। আর এই শীতে ঘরে বসে থাকতে মন কারুর চায়না। মনে হয় একটু ঘুরে আসি বা পিকনিক করে আসি। তবে যাবেন টা কোথায় পিকনিক করতে? ভেবেছেন সেটা? আজ আপনাদের দেবো পিকনিকের এক নতুন ঠিকানা যেখানে প্রকৃতি ধরা দেবে এক অন্য রূপে, শান্ত নিরিবিলি গাছগাছালিতে ঘেরা এই জায়গা যেমন ঘুরতে যাওয়ার পক্ষে ভালো তেমনি পিকনিকের জন্য অসাধারণ। জায়গাটি রয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। নাম দোগাছি ফরেস্ট।
[ আরও পড়ুনঃলক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটবে, মুখ্যমন্ত্রী চান ‘গ্রীন গঙ্গাসাগর’ মেল]
চারিদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নানা ধরনের গাছ। এই ফরেস্ট আসলে রায়গঞ্জ বনবিভাগের অন্তর্গত। এই ফরেস্ট দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় ফরেস্ট হিসাবে পরিচিত। এই জঙ্গলের মধ্যে রয়েছে মেহগনি, শিশু, বট, অশ্বত্থ নানা ধরনের গাছ রয়েছে। আর সেই গাছের ফাঁক দিয়ে আসা শীতের মিঠে রোধ ছুঁয়ে যাচ্ছে আপনার গা। এই জঙ্গল পায়ে হেঁটে ঘুরে বেড়াতে লাগে অপূর্ব। শহরের বাস ট্রেনের শব্দ বাদ দিয়ে এখানে আসলে কানে ভেসে আসবে ঝিঁঝিঁ পোকার শব্দ। আবার কখনও কখনও শুনতে পাবেন পাকিদের কিচিমিচির শব্দ। গাছের মধ্যে বাসা বেঁধে আছে প্রচুর পাখি। তাদের সুর করে ডাকা আওয়াজ শুনে আপনি মুগ্ধ হয়ে যাবেন।
[আরও পরুনঃপুরসভার পানীয় জল দিয়ে চৌবাচ্চায় মাছ চাষ চুঁচুড়ায়]
এই জঙ্গলের মধ্যেই শেড দেওয়া একাধিক গোলাকার চালা রয়েছে, যেখানে পর্যটকরা এসে অল্প সময়ের জন্য বিশ্রামনিতে পারবেন। এই জঙ্গলের মধ্যেই ইটের তৈরি এক রাস্তা চলে গিয়েছে জঙ্গলের বুক চিরে। আর সেই ইটের রাস্তা গিয়ে মিশেছে এক ছোট্ট নদীর সঙ্গে। যা অবস্থিত জঙ্গলের মধ্যেই। এই নদীর জলে পা ডুবিয়ে রেখে প্রকৃতির সঙ্গে সময় কাটানো যায় ঘণ্টার পর ঘণ্টা। এই অপূর্ব জায়গায় আসতে গেলে আপনাকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে বালুরঘাট স্টেশন। সেখান থেকে টোটো করে অল্প সময়ের মধ্যেই পৌঁছে যেতে পারবেন এই ফরেস্টে।