ad
ad

Breaking News

Africa in Gujarat

Africa in Gujarat: ভারতের মধ্যে রয়েছে একখণ্ড আফ্রিকা

ভারতের মধ্যে একখণ্ড আফ্রিকা এই জাম্বুর

Africa in Gujarat Sidi Tribe of Jambur

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: মুখে লাল, নীল, নানান রঙের আঁকিবুঁকি কাটা। পরনে অ্যানিমাল প্রিন্টেড স্কার্ট, মাথায় খড়ের টুপি পরে ড্রামের তালে উদ্দাম নৃত্য। চলে আগুন নিয়ে খেলা। খেলা দেখায় সিদি ট্রাইব। আদিবাসী সিদিদের বাস গুজরাতের গির জেলায়। জুনাগড় শহর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত জাম্বুর। ভারতের মধ্যে একখণ্ড আফ্রিকা এই জাম্বুর (Africa in Gujarat)।

আরও পড়ুনঃ Shefali Jariwala: শেফালির মৃত্যুর সাতদিন পর আবেগঘন পোস্ট স্বামী পরাগ ত্যাগীর, কি লিখলেন অভিনেতা?

এখানকার আদি বাসিন্দারা আদতে আফ্রিকান। তাঁদের ভাষা গুজরাতি, এঁরা ভারতীয় নাগরিক তবে দেখতে আফ্রিকানদের মতো। জুনাগড়ের নবাব এক আফ্রিকান মহিলার প্রেমে পড়েন। তাঁকে বিয়ে করে নিয়ে আসেন। সঙ্গে আসে শতাধিক আফ্রিকান ক্রীতদাস। আরবি ভাষায় সিদি মানে মনিব। সিদিদের গুরুত্বপূর্ণ ব্যক্তি নাগারটি বাবা আরব থেকে ভারতে এসে বসবাস শুরু করেন (Africa in Gujarat)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

সাসন গির থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত জাম্বুর। কাছাকাছির বিমানবন্দর হল ৭১ কিলোমিটার দূরে দিউ। সিদি আদিবাসীরা আফ্রিকান সঙ্গীতের তালে ড্রাম বাজিয়ে নাচগান করেন। নাচগানের মাধ্যমে নিজেদের সমাজের আধ্যাত্মিক ব্যক্তিত্বদের শ্রদ্ধা জানায়। ড্রামকে বলে জামাল (Africa in Gujarat)।