ad
ad

Breaking News

RISHIKESH

পাহাড়ি নিরিবিলি পরিবেশে আপনার ডেস্টিনেশন হতে পারে ঋষিকেশ

বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন বছরের নানা সময়ে এই জায়গায় ছুটে আসেন নানান কারণে কেউ আসেন ধর্মীয় ক্ষেত্র  হিসেবে

Rishikesh can be your destination in hilly quiet environment

Bangla Jago Desk : এ শহর থেকে নির্জনতার খোঁজে দূরে কোথাও যেতে চাইছেন?  যেখানে প্রকৃতির নির্জনতা ও অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেরকম কোনো  জায়গার খোঁজ করলে আপনি যেতেই পারেন ঋষিকেশে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলার দেরাদুনের কাছের এই শহর অবস্থিত । মনের বিরাম পাওয়ার  জন্য এই জায়গাটি সেরার সেরা। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন বছরের নানা সময়ে এই জায়গায় ছুটে আসেন নানান কারণে কেউ আসেন ধর্মীয় ক্ষেত্র  হিসেবে ।

কেউ আসেন যোগব্যায়ামের আদর্শ স্থান হিসেবে। আবার কেউ আসেন একটু সৌন্দর্য উপভোগ করতে। এখানে বহু মন্দির আশ্রম রয়েছে। প্রাচীনকাল এখানে ধ্যান যোগ ব্যায়াম করতেন সাধু সন্ন্যাসীরা। সেই ধ্যান যোগব্যায়ামের রীতি এখনো রয়েছে। এ কারণে এই শহরটি পরিচিত ‘যোগা’র শহর হিসেবে। সে কারণে বেশ কিছু আশ্রম  রয়েছে এখানে। ঋষিকেশ উত্তরাখণ্ডের চারধাম যাত্রার প্রবেশদ্বার হিসেবে কাজ করে। এই চারধাম হলো  কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। এখানে রয়েছে ব্রহ্মবিদ্যা পীঠমের বাড়ি।যা ১৩৩ বছরের পুরনো। তবে এই শহরটিতে অ্যালকোহল ও আমিষ জাতীয় খাবার একেবারেই নিষিদ্ধ। এ ঋষিকেশেই ত্রিবেনীর ঘাট রয়েছে যেখানে গঙ্গা , সরস্বতী এবং যমুনা নদীর মিলনস্থল রয়েছে । সন্ধ্যার সময় এখানে বিশেষ আরতির আয়োজন করা হয় যা দেখার জন্য দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন । সন্ধ্যার মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে ধুপ  দ্বীপ জ্বালিয়ে এই আরতি হয়। এর মাধ্যমে সন্ধ্যাটাকে আরো পবিত্র করে তোলা হয়।

ঋষিকেশ যাওয়ার জন্য  জন শতাব্দী এক্সপ্রেস এবং মুসৌরি এক্সপ্রেসের মতো কিছু ট্রেন রয়েছে যেগুলি  দিল্লি হয়ে ঋষিকেশ পর্যন্ত যায়। দিল্লি থেকে প্রায় পাঁচ – সাত ঘন্টা সময়ে ঋষিকেশ পৌঁছনো যায় । তাছাড়াও হাওড়া থেকে দুন এক্সপ্রেসে বেশি বেশি পৌঁছানো যায়।