ad
ad

Breaking News

DHUPJHORA

অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তবে আপনার ঠিকানা হতেই পারে ঝুপঝোরা

মূর্তি নদীর পশ্চিম তীরে অবস্থিত ধুপঝোরা শিলিগুড়ি থেকে ৭২ কিমি দূরে অবস্থিত। ধুপঝোরায় আছে এলিফেন্ট ক্যাম্প। হাতি দেখার পাশাপাশি তাদের সঙ্গে সময় কাটানোর সুবর্ণ সুযোগ পাওয়া যায় এখানে।

Love adventure, but your destination may be the jungle

Bangla Jago Desk : অনেকদিন তো পাহাড়ে নিয়ে গেলাম। আজ চলুন জঙ্গলে যাওয়া যাক। উত্তরবঙ্গের কোলে বহু জঙ্গল আছে যেখানে প্রকৃতির মন মুগ্ধকর পরিবেশ খুঁজে পাবেন আপনি। ডুয়ার্সের মধ্যে অবস্থিত ধুপঝোরা হল গরুমারা জাতীয় উদ্যানের দক্ষিণ দিকে অবস্থিত। মূর্তি নদীর পশ্চিম তীরে অবস্থিত ধুপঝোরা শিলিগুড়ি থেকে ৭২ কিমি দূরে অবস্থিত। ধুপঝোরায় আছে এলিফেন্ট ক্যাম্প। হাতি দেখার পাশাপাশি তাদের সঙ্গে সময় কাটানোর সুবর্ণ সুযোগ পাওয়া যায় এখানে।

বনবিভাগের পক্ষ থেকে ধুপঝোরাতে রাখা আছে বহু হাতি। বলতে গেলে ধুপঝোরাতে রয়েছে হাতির আস্তাবল। হাতিদের নদীতে স্নান করানো, তাদের খাওয়ানো এই সব কিছুই উপভোগ কোরতে পারবেন ধুপঝোরাতে। যারা পশু পাখিদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তারা অবশ্যই যেতে পারেন এই ধুপঝোরাতে। এখানে থাকার একমাত্র ব্যবস্থা হল ধুপঝোরা এলিফ্যান্ট ক্যাম্প। এই ক্যাম্পেই রয়েছে পর্যটকদের জন্য ৬ টি কটেজ। একটি ট্রি হাউসও রয়েছে এখানে। সুস্বাদু খাওয়া দাওয়ার সঙ্গে এখানে রাত্রে বেলা আপনি সাংস্কৃতিক অনুষ্ঠানের মজাও নিতে পারবেন। আদিবাসীদের নাচ গানের সঙ্গে আপনিও চাইলে একটু কোমর দুলিয়ে নিতে পারবেন। এই ক্যাম্প গরুমারা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত হওয়ার কারণে শুধু হাতি দেখার মজা না, এখানে দেখতে পাবেন বাইসন, গণ্ডার, হরিণ, বানর, ময়ূর দেখার সুযোগ। হাতির পিঠে চড়ে দুলতে দুলতে জঙ্গল সাফারি করার সময় আপনার যাত্রা হবে অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চে ভরা।

এই জঙ্গল যাওয়ার পথে আপনি চা বাগানের বাগিচাও দেখতে পাবেন। এর আগে হয়তো ঘুরতে যাওয়ার কোনও ভিডিওতে দেখেছেন মহিলারা সব চা পাতা তুলছে, সেই সব ভিডিও দেখে আপনারও মনে কখনও না কখনও আশা জেগেছিল একদিন এই ভাবে কোনও এক চা বাগানে গিয়ে আপনিও চা পাতা তুলবেন। মনের এই ইচ্ছে পূরণ কোরতে পারবেন ধুপঝোরা জঙ্গলের উদ্দেশ্যে যাওয়ার পথে। কিভাবে পৌঁছবেন ধুপঝোরায়? আপনাকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন ধুপঝোরাতে। তাহলে আর দেরি না করে এই গরমের সময় ঘুরে আসুন ধুপঝোরা থেকে।