ad
ad

Breaking News

Kayabir Village

Kayabir Village: পুজো পেরোলেও ছুটি ফুরোয়নি! পাহাড়ে প্রকৃতির শান্তিনিবাস, ঘুরে আসুন

দার্জিলিংয়ের সুখিয়া বাজারের কাছে পাহাড়ের কোলে ছোট্ট পাহাড়ি গ্রাম কায়াবীর। এই গ্রামে এখনো সেভাবে পর্যটকদের আনাগোনা শুরু হয়নি।

Kayabir Village: Offbeat Mountain Retreat

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো হয়ে গেলেও উৎসবের মরসুম চলছে। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দার্জিলিং পাহাড়ও। বেড়ানোর জন্য অনেকেই আজকাল আনকোরা অপরিচিত অফবিট পর্যটন কেন্দ্রর খোঁজ করেন। এই প্রতিবেদনে হদিশ রইল তেমনই এক অফবিট পর্যটন কেন্দ্রর। দার্জিলিংয়ের সুখিয়া বাজারের কাছে পাহাড়ের কোলে ছোট্ট পাহাড়ি গ্রাম কায়াবীর। এই গ্রামে এখনো সেভাবে পর্যটকদের আনাগোনা শুরু হয়নি। কর্মব্যস্ত জীবনে কয়েক দিনের ছুটির অবকাশে ঘুরে আসতে পারেন সবুজে ঢাকা পাহাড়ের কোলে অবস্থিত ছবির মতো সাজানো গোছানো কায়াবীর গ্রাম থেকে। মন জুড়িয়ে যায় এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে (Kayabir Village)।

আরও পড়ুনঃ বাবার সঙ্গে চাষের জমিতে লাঙল ধরা সেই মারুফাই এখন দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্বকাপের মঞ্চ

নাগরিক শহুরে কোলাহল ছেড়ে দুদণ্ড শান্তি, নিরিবিলি পরিবেশে কাটানোর আদর্শ ঠিকানা হল কায়াবীর। প্রকৃতি ঢেলে সাজিয়ে তুলেছে নিজেকে এই গ্রামে। চারিদিকে নাম না জানা নানান প্রজাতির রঙবেরঙের ফুলের সমারোহ, বাহারি সব অর্কিড দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়। গ্রামটি পাহাড়ের অনেক ধাপ উঁচুতে। হোটেল বা হোম স্টে’র জানলায় বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন। রাস্তা দিয়ে হেঁটে নীচে নামলে চোখে পড়ে পাহাড়ের কোলে পাইন বন, আপন ছন্দে ছলাৎছলাৎ শব্দ করে নেমে আসা ঝর্ণা। এছাড়াও দেখে নিতে পারেন গ্রামের নাগমন্দির (Kayabir Village)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

কীভাবে যাবেন, কোথায় থাকবেন

হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে চেপে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান কায়াবীর গ্রামে। সুখিয়া বাজার থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। থাকার জন্য হোম স্টে বা হোটেল রয়েছে (Kayabir Village)।