ad
ad

Breaking News

ডাচদের কুঠি

ভুতুরে অনুভুতি পেতে পছন্দ করেন? তাহলে ঘুরে আসুন ডাচদের কুঠি

Bengla Jago Desk: কাশীমবাজারের ছোট রাজবাড়ি থেকে সামান্য এগিয়ে গেলেই রেল লাইন ধারেই যে কবরস্থানটি দেখা যায় সেটি হলো ডাচদের কবরস্থান। এই জায়গাটির নাম কালিকাপুর ডাচদের কুঠি। একসময় এখানে কারখানা, বাসাবাড়ি সবই ছিল এই কালিকাপুরে। যদিও এখন আর সেসব কিছুই নেই। সব কিছুর মধ্যে শুধুমাত্র টিকে আছে এই কবরস্থানটি। জানা যায় সপ্তদশ ও অষ্টাদশ শতকে […]

Bengla Jago Desk: কাশীমবাজারের ছোট রাজবাড়ি থেকে সামান্য এগিয়ে গেলেই রেল লাইন ধারেই যে কবরস্থানটি দেখা যায় সেটি হলো ডাচদের কবরস্থান। এই জায়গাটির নাম কালিকাপুর ডাচদের কুঠি। একসময় এখানে কারখানা, বাসাবাড়ি সবই ছিল এই কালিকাপুরে। যদিও এখন আর সেসব কিছুই নেই। সব কিছুর মধ্যে শুধুমাত্র টিকে আছে এই কবরস্থানটি।

জানা যায় সপ্তদশ ও অষ্টাদশ শতকে নাকি এই কাশিমবাজার ছিল আন্তর্জাতিক বন্দর ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। বহু দেশ বিদেশের ব্যবসারীরা এখানে আসতেন। এদের মধ্যে ওলন্দাজ ও ব্রিটিশরাই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এদের মধ্যে যাঁরা কালিকাপুরে ওলন্দাজ ব্যবসায়ী রূপে বাস করতেন তাদের মধ্যে ৪৭ জনের মরদেহ এই কবরস্থানে সমাধিত করা আছে। তবে একটা কথা বলতেই হবে যে এখনও এই কবরস্থানে ঢুকলে আপনার গা ছমছম করবে। যারা রহস্য, অপার্থিব অনুভূতি পছন্দ করেন তারা কিন্তু এখানে আসতেই পারেন।

এখানে আসতে হলে আপনাকে প্রথমে শিয়ালদহ থেকে ট্রেন ধরে আসতে হবে কাশিমবাজারে। এখান থেকে হেঁটে ৫ থেকে ৭ মিনিটের পথ এই কবরস্থান। অর্থাৎ খুব বেশি খরচাও কিন্তু নেই। অল্প খরচায় এমন একটি জায়গা যেখানে গেলে আপনি যেমন পাবেন ইতিহাসের গন্ধ। তেমনই পাবেন রহস্য রোমাঞ্চ মাখানো পরিবেশ। সাথে একটু যারা ভুতুরে অনুভুতি পেতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি পারফেক্ট ডেসটিনেশন।