ad
ad

Breaking News

Behala Museum

Behala Museum: বাংলার সাংস্কৃতিক ইতিহাস ঘুরে দেখতে গন্তব্য হোক স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম

এক ছাদের তলায় বাংলার সাংস্কৃতিক ঐতিহাসিক নিদর্শনকে চাক্ষুষ করতে আপনার গন্তব্য হতেই পারে স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম।

Behala Museum Explore Bengal’s Past

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: কলকাতাকে বলা হয় ভারতের সাংস্কৃতিক রাজধানী। বাংলার সাংস্কৃতিক ইতিহাস খুবই গৌরবজনক। এক ছাদের তলায় বাংলার সাংস্কৃতিক ঐতিহাসিক নিদর্শনকে চাক্ষুষ করতে আপনার গন্তব্য হতেই পারে স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম। কর্মব্যস্ত বেহালার সত্যেন রায় রোডে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কাছে বেহালা বাজার মেট্রো গেটের পাশে অবস্থিত স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম। বুধবার থেকে রবিবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত খোলা থাকে জাদুঘর। দোতলা স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম।
নীচতলায় রয়েছে ২টি হল। একটা হলে জলপাইগুড়ি, ফরাক্কা ভানগড় আর মুর্শিদাবাদ থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া বিভিন্ন আমলের টেরাকোটার অপূর্ব সুন্দর সব স্থাপত্য নিদর্শন রয়েছে। এমনকি ১১ শতকের বেশ কিছু স্থাপত্য কীর্তি রয়েছে। মুর্শিদাবাদ থেকে উদ্ধার হওয়া ১৮ শতকের হাতির দাঁতের তৈরি দাবার সেটও প্রদর্শিত হয়েছে। মালদহ থেকে উদ্ধার হওয়া ১৫ ও ১৬ শতকে ইট, পোর্সিলিনের পাত্রও প্রদর্শিত হয়েছে স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামে (Behala Museum)।

আরও পড়ুনঃ Mohun Bagan: দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল মোহনবাগান

নীচতলার দ্বিতীয় হলে রয়েছে বিভিন্ন আঁকা। কালীঘাটের ঐতিহাসিক পটচিত্র থেকে শুরু করে কাঠের ওপর খোদাই করা শিল্পকর্ম, আঁকাও প্রদর্শিত হয়েছে স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামে। মিউজিয়ামের দোতলায় সুলতান আমলে বাংলায় ব্যবহৃত মুদ্রা, টেরাকোটা প্যানেল ৯ থেকে শুরু করে ১৯ শতক পর্যন্ত বিভিন্ন আমলে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা বিগ্রহর মূর্তি প্রদর্শিত হয়েছে। প্রথম শতাব্দীর একটি টেরাকোটার অপূর্ব সুন্দর মূর্তিও এখানে রয়েছে। এছাড়াও প্রস্তর যুগের বিভিন্ন জিনিসপত্র যা শুশুনিয়া থেকে উদ্ধার হয়েছে তা রাখা হয়েছে মিউজিয়ামে। বর্ধমানের পাণ্ডু রাজার ঢিবির পাশাপাশি গুপ্ত, মৌর্য, কুশান, পাল ও মধ্য যুগের আমলের তৈরি বিভিন্ন টেরাকোটা, পাথরের স্থাপত্য কীর্তি রয়েছে (Behala Museum)।

Bangla Jago Fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামের দোতলায় বৌদ্ধ স্তূপের রেপ্লিকা বসানো রয়েছে। মালদহের জগজীবনপুর ও চন্দ্রকেতুগড় থেকে উদ্ধার হওয়া পুরাতাত্ত্বিক নিদর্শনও রয়েছে। এছাড়াও পোড়ামাটির সিলিং, মুদ্রা, অলঙ্কার, কাঠের ওপর খোদাই করা শিল্পকর্ম, হাতির দাঁতের তৈরি নিদর্শন প্রদর্শিত হয়েছে স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামে (Behala Museum)।