ad
ad

Breaking News

রাজপ্রাসাদ

ধান্যকুড়িয়া রাজমহলের ইতিহাস জানতে ঘুরে আসুন রাজবাড়ি

Bengla Jago Desk: আজকে এমন একটি জায়গায় কথা বলবো যেখানে আছে এক রাজমহল। এবার রাজ্য মহল হলে রাজা তো থাকতেই হবে। তাই না? হ্যাঁ রাজা তো ছিলই। তবে সে বহু কাল আগের কথা। এখন সে রাজমহল একেবারে একা দাঁড়িয়ে। তবে এই জায়গাটি ভ্রমণ পিপাসু মানুষদের জন্য একেবারে প্রাসঙ্গিক। একটু অ্যাডভেঞ্চার প্রিয় হলে তো আর কথাই […]

Bengla Jago Desk: আজকে এমন একটি জায়গায় কথা বলবো যেখানে আছে এক রাজমহল। এবার রাজ্য মহল হলে রাজা তো থাকতেই হবে। তাই না? হ্যাঁ রাজা তো ছিলই। তবে সে বহু কাল আগের কথা। এখন সে রাজমহল একেবারে একা দাঁড়িয়ে। তবে এই জায়গাটি ভ্রমণ পিপাসু মানুষদের জন্য একেবারে প্রাসঙ্গিক। একটু অ্যাডভেঞ্চার প্রিয় হলে তো আর কথাই নেই। এছাড়াও যারা ইতিহাস জানতে ভালোবাসেন বা গল্প শুনত ভালোবাসেন তাদের একবার হলেও যেতেই হবে এই ধান্যকুড়িয়া রাজমহলে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের একটি দর্শনীয় স্থান এটি। জানা যায় আজ থেকে প্রায় দুশো তিরিশ বছর আগে  সুবিশাল এই রাজবাড়ি বানিয়েছিলেন ধান্যকুড়িয়ার জমিদার মহেন্দ্রনাথ গায়েন। সেসময় ফুলেফেঁপে উঠেছিল তাঁর পাটের ব্যবসা। আর তারই ব্যবসা চলতো ইংরেজদের সাথে।

ফলে বাংলার এই গ্রামে হামেশাই আনাগোনা চলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ঠিক তাদের সাথে চলতে সংস্কৃতি, ঐতিহ্যকে উস্কে দিতেই ইউরোপীয় দুর্গের আদলে এই রাজবাড়ি নির্মাণ করেন মহেন্দ্রনাথ। ৩০ একর জায়গায় জুড়ে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ির মধ্যেই রয়েছে আস্ত এক পুষ্করিণী, যাতে রাজবাড়ির সব সময় প্রতিচ্ছবি ঝলমল করে। শুধু তাই নয় গোটা দুর্গটিকে কেন্দ্র করে রয়েছে বিশাল এক বাগানও। দুর্গের ভেতরে রয়েছে নানা ধরনের ভিক্টোরিয়ান কারুকাজ থেকে শুরু করে রয়েছে ইতালিয় কাচের তৈরি আসবাব। যা এক কথায় মন্ত্রমুগ্ধকর। গায়েন গার্ডেন নামের সেই স্টেশনে এসে থামত ন্যারো গেজের ছোট্ট বাষ্পচালিত ট্রেন।

যদিও  বর্তমানে অবশ্য সেই স্টেশনের অস্তিত্ব নেই আর। ২০০৮ সালে এটি অধিগ্রহণ করে সরকার। গড়ে তোলা হয় অনাথ মেয়েদের সরকারি হোম। তবে মূল বাড়িটির কিছু অংশের পুনর্নির্মাণ হলেও, সামগ্রিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে এই ঐতিহাসিক স্থাপত্যটি। এই বাড়ির সামনে অবস্থিত শ্বেত পাথরের দুটি সিংহ মূর্তির একটি চুরি গিয়েছিল বহু আগেই। কয়েক বছর আগে আরেকটি সিংহও চড়া দামে বিক্রি করে দেন মহেন্দ্রনাথের উত্তরসূরিরা। জানা যায় এই বাড়িতে শুটিং হয়েছে ‘সত্যান্বেষী’, ‘সাহেব-বিবি-গোলাম’, ‘সূর্যতপা’-সহ একাধিক স্বর্ণ যুগের জনপ্রিয় চলচ্চিত্রেরও। এখানে এসে অভিনয় করে গেছেন স্বয়ং উত্তমকুমার।

Free Access