ad
ad

Breaking News

ভ্রমণপ্রেমীদের স্বর্গরাজ্য দাণ্ডেলি

আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি কর্নাটকের এক মন ভালো করা জায়গা থেকে। কর্নাটক মানে চারিদিকে কেবল সবুজ, সবুজ আর সবুজ। যেদিকেই তাকাবেন নানা শেডের সবুজ রং।

Dandeli, a paradise for travel lovers

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: কাজের চাপ, মন একটুও ভালো নেই। অফিস বাড়ি করতে করতেই দাপিয়ে উঠছেন। চলুন তাহলে আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি কর্নাটকের এক মন ভালো করা জায়গা থেকে। কর্নাটক মানে চারিদিকে কেবল সবুজ, সবুজ আর সবুজ। যেদিকেই তাকাবেন নানা শেডের সবুজ রং।

সে জঙ্গল হোক বা পাহাড়, ঝর্ণা কিংবা সমুদ্র। আর বাড়তি পাওনা নির্জনতা। প্রাকৃতিক সৌন্দর্য্যে পরিপূর্ণ এই রাজ্যটি পাল্লা দিতে পারে যে কোনও রাজ্যকেই। কর্ণাটক ভ্রমণের কথা বললে অনেকেই মাইসোর, বেঙ্গালুরু, ম্যাঙ্গালোরের কথা ভাবেন কিন্তু না এছাড়াও কর্নাটকে এমন জায়গা রয়েছে যা ভ্রমণপ্রেমীদের স্বর্গরাজ্য। সেটি হল দাণ্ডেলি।

উত্তর কর্নাটকের ছোট্টো শহর দাণ্ডেলি পশ্চিমঘাট পর্বতমালার গায়ে রয়েছে। দাণ্ডেলির বুক চিরে বয়ে গেছে কালী নদী। অ্যাডভেঞ্চারপ্রেমীদের কথা ভেবেই এই নদীতে আয়োজন করা হয়েছে ওয়াটার র্্যাফটিং, ক্যানোইং, কায়াকিং, এবং র্্যাপেলিং -এর মতো নানা ওয়াটার স্পোর্টস্। যার মজা নিতে পারেন আপনিও।

গাছপালায় ঘেরা নদীতে অ্যাডভেঞ্চার স্পোর্টস্-এর আনন্দ নিতে নিতে কখন যে আপনার ক্লান্তি মন খারাপ উড়ে যাবে বুঝতেই পারবেন না। এখানেই শেষ নয় যারা প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসেন। পাখি ভালো বসেন তাদের জন্যে ও রয়েছে আকর্ষণ। নদীর ধারে রয়েছে নানা জানা অজানা পাখি।

এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত লম্বা বাঁকানো ঠোঁটের পাখি ধনেশ। এখানেই শেষ নয় ঘোড়া সঙ্গে রয়েছে দাণ্ডেলি অভয়ারণ্য, আনশি জাতীয় উদ্যান, সুপা বাঁধ, সিনথেরি পাহার, শিরোলি শৃঙ্গ আরও কত কি। শুধু হাতে দরকার একটু সময়। ব্যাস নিমিষেই প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন আপনি। এখানেই থাকার জন্যে রয়েছে একাধিক হোম স্টে। তাহলে আর কি বন্ধুদের সঙ্গী করেই পাড়ি দিন এই স্বর্গরাজ্যে।