ছবিঃ সংগৃহীত
Bangla Jago Desk : লাল পলাশের দেশ পুরুলিয়া। পুরুলিয়ায় বহু জায়গা আছে ভ্রমণের জন্য। ভ্রমণ পিপাসুদের কাছে পুরুলিয়া বরাবর প্রিয়। তবে ভাবছেন পুরুলিয়ার সব জায়গায় নিয়ে গেছি আপনাদের? তাহলে ভুল ভাবছেন। এখনও বাকি আছে একাধিক জায়গা। যার নাম ও হয়তো শোনেননি আপনারা।
[ আরও পড়ুন: Tourism: পাহাড়প্রেমী পর্যটকদের পছন্দের স্পট সবুজ ও লাল মাটির মেলবন্ধন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়]
আজ আপনাদের এই লাল মাটির দেশে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ানে নিয়ে যাব। পুরুলিয়ার এই গ্র্যান্ড ক্যানিয়ানের নাম মার্বেল লেক। প্রকৃতির ডান করা এই লেক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। অযোধ্যা পাহাড়ের মাথার উপর রয়েছে এই সুন্দর লেক। চারপাশে গিরিখাতের মতো খাঁজ কাঁটা উঁচু পাথরের ন্যায় টিলা আর মাঝখানে রয়েছে এই মার্বেল লেক।
যারা পুরুলিয়া ভ্রমণে যেতে চান তারা অবশ্যই এই মার্বেল লেক দেখতে ভুলবেন না। পুরুলিয়ার পর্যটনকে আরও বেশি আকর্ষণ করে তুলেছে এই মার্বেল লেক। অনেকেই এই লেককে আমেরিকা ও কানাডার সীমান্তে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে তুলনা করেছেন। যদিও আমেরিকার অ্যারিজোনার কলোরাডো নদীর উপর অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়নের মতো এই লেক বেশি বড় এবং দীর্ঘ নয়।
[ আরও পড়ুন: Anjana River : হারিয়ে গিয়েছে অঞ্জনা নদী, আগের অবস্থায় ফেরানোর দাবি]
অযোধ্যা পাহাড় থেকে বামনি ফলস যাওয়ার পথে পড়বে এই নীল জলরাশি। শুধু মার্বেল নয়, এই লেকের একাধিক নাম রয়েছে। যেমন নীল ড্যাম, পাতাল ড্যাম ইত্যাদি। আসলে পুরুলিয়ায় জলবিদ্যুৎ প্রকল্পের জন্য পাথরের মধ্যে ঘটানো হয় বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণের ফল হিসাবে প্রকৃতির দান করা এই মার্বেল লেকর সৃষ্টি হয়। কিভাবে যাবেন? হাওড়া থেকে ট্রেনে করে পৌঁছে যান পুরুলিয়া। সেখান থেকে গাড়ি করে পৌঁছে যান অযোধ্যা। এই লেক অযোধ্যায় কাছেই অবস্থিত। থাকা এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থাও পেয়ে যাবেন। তাই রাত্রি যাপনের জন্য কোন অসুবিধা হওয়ার কথা নয়। সামনেই ১৫ অগাস্ট, পেয়ে যাবেন ছুটি, তাই এই ছুটিতেই বেরিয়ে পড়ুন মার্বেল ড্যামের উদ্দেশ্যে।