ad
ad

Breaking News

Sikkim NH10 Closed

সিকিম যাওয়া পর্যটকদের জন্য দুঃসংবাদ! বন্ধ হয়ে যাবে ১০ নম্বর জাতীয় সড়ক! জানুন বিস্তারিত

সিকিম ভ্রমণের কথা ভাবছেন? দুঃখের খবর। ফের বন্ধ হয়ে যাচ্ছে ১০ নম্বর জাতীয় সড়ক। ৬ মে থেকে ৯ মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে সেই পথ। এই বিষয়ে কালিম্পং জেলা প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

Bad news for tourists going to Sikkim! National highway number 10 will be closed! Know the details

Bangla Jago Desk: সিকিম ভ্রমণের কথা ভাবছেন? দুঃখের খবর। ফের বন্ধ হয়ে যাচ্ছে ১০ নম্বর জাতীয় সড়ক। ৬ মে থেকে ৯ মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে সেই পথ। এই বিষয়ে কালিম্পং জেলা প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই গরমের দাবদাহ থেকে বাঁচতে অনেকেই ছুটছেন পাহাড়ি ডেস্টিনেশনে। আর বাঙালিদের কাছে কাছাকাছি পাহাড়ে যাওয়ার গন্তব্য বলতে দার্জিলিং, কালিম্পং, সিকিম। তবে এবার সিকিমে যাওয়া পর্যটকদের জন্য রয়েছে দুঃখের সংবাদ। আবারও বন্ধ হয়ে যাচ্ছে ১০ নম্বর জাতীয় সড়ক। প্রায় ৭২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে এই রাস্তা। সিকিমের ১০ নম্বর জাতীয় সড়কের রবিঝোরা থেকে ২৯ মাইল বন্ধ থাকবে রাস্তা। ৬ মে সকাল ৬ টা থেকে ৯ মে সকাল ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা। বেড়ানো যাওয়ার প্ল্যান করলেও সেই প্ল্যান ভেস্তে গেল তা বলাই বাহুল্য। জাতীয় সড়ক বন্ধ থাকার এই বিষয়ে কালিম্পং জেলা প্রশাসনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে সিকিমের এই ১০ নম্বর জাতীয় সড়কে পাথরের বড় বড় চাঁই পড়ার ঘটনা ঘটে। যার জেরে সড়কের একাধিক অংশে যানবাহন চলাচল প্রায় অকেজ হয়ে পড়ে।  তাই রাস্তা সংস্কারের কাজ দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

তবে যাতে পর্যটকদের অসুবিধায় পড়তে না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের মধ্যে যান চলাচল করবে সেবক, লাভা, গরুবাথান ও আলগাড়া হয়ে। একাধিক রুটের ব্যবস্থাও করা হয়েছে। শিলিগুড়ি থেকে আসা গাড়ি গুলি মুনসোং, ১৭ মাইল, আলগাড়া, লাভা ও গরুবাথান হয়ে চলাচল করতে পারবে। এই সমস্ত রুট দিয়ে ভারী যানবাহন চলাচল করা যাবে না। কেবল মাত্র হালকা গাড়ি চলাচল করবে এই সমস্ত রুট দিয়ে।