চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk : ভারতের তেলেঙ্গানার ভিকারাবাদ জেলায় অবস্থিত অনন্তগিরি পাহাড়। বন- পাহাড়- নদীর অপরূপ সম্ভারে সেজে ওঠা এই পাহাড় ঋতু বিশেষে রূপ পরিবর্তন করে। ভূগোল বইতে পড়া স্ট্যালাগটাইট ও স্ট্যালাগমাইট এখানকার অন্যতম আকর্ষণ। চুনাপাথরের সঙ্গে জলের বিক্রিয়ায় তৈরি হয়েছে নানা রকম পাথুরে রূপ। অনন্তগিরির একটি আকর্ষণ যদি বোরা গুহা হয়, তাহলে এখানে আসার অন্য আকর্ষণ হবে কাতিকি বা কাতিকা জলপ্রপাত।
অনন্ত গিরি পাহাড় এর মধ্য দিয়ে বয়ে গেছে মুসি নদী। এই নদীর তীরে বহু পর্যটক পিকনিক করতে আসেন। এরপর অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য রয়েছে ট্রেকিং করার সুযোগ। সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে পাহাড়ি রাস্তায় ট্রেক করতে দারুন লাগবে আপনার। যারা ঈশ্বর বিশ্বাসী তাদের জন্যও রয়েছে শ্রী অনন্ত পদ্মনাভ স্বামী নামে একটি জাগ্রত মন্দির। এছাড়াও কোটা পল্লী নামে একটি জলাধার যেখানে বোটিং এর সুব্যবস্থাও রয়েছে।
ভাবছেন কিভাবে যাবেন? অনন্ত গিরি পাহাড়ে যেতে চাইলে আপনাকে প্রথমে পৌঁছে যেতে হবে হায়দ্রাবাদে। এরপর হায়দ্রাবাদ থেকে ট্রেনে করে পৌঁছে যান ভিকারাবাদ স্টেশন। সেখান থেকে একটি অটো বা রিকশা ভাড়া করে পৌঁছে যেতে পারবেন এই ডেসটিনেশনে। যেহেতু এটি একটি পর্যটন কেন্দ্র তাই সেখানে গেলেই আপনি থাকার সুব্যবস্থাও পেয়ে যাবেন। তাই আর দেরি না করে আজই বেরিয়ে পড়ুন অনন্তগিরির উদ্দেশ্যে।