ad
ad

Breaking News

অন্নপূর্ণা মন্দির

চলুন অন্নপূর্ণার ভবনে

Bengla Jago Desk: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মধ্যবর্তী অঞ্চলের একটি সুপ্রসিদ্ধ মন্দির অন্নপূর্ণা মন্দির। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই মন্দির সুপ্রসিদ্ধ দক্ষিণেশ্বর কালীবাড়ির একেবারে অনুরূপে তৈরি করা হয়। লোকমুখে প্রচলিত এই মন্দিরের আরেক নাম দ্বিতীয় দক্ষিণেশ্বর। এই মন্দিরের আরেক নাম চাণক মন্দির। কারণ ব্যারাকপুর টিটাগর অঞ্চলের প্রাচীন নাম চাণক। সেই নাম অনুযায়ী এই […]

Bengla Jago Desk: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মধ্যবর্তী অঞ্চলের একটি সুপ্রসিদ্ধ মন্দির অন্নপূর্ণা মন্দির। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই মন্দির সুপ্রসিদ্ধ দক্ষিণেশ্বর কালীবাড়ির একেবারে অনুরূপে তৈরি করা হয়। লোকমুখে প্রচলিত এই মন্দিরের আরেক নাম দ্বিতীয় দক্ষিণেশ্বর। এই মন্দিরের আরেক নাম চাণক মন্দির। কারণ ব্যারাকপুর টিটাগর অঞ্চলের প্রাচীন নাম চাণক।

সেই নাম অনুযায়ী এই নামকরণ। জানা যায় মন্দিরটি নির্মিত হয় বঙ্গীয় স্থাপত্য শৈলীর নবরত্ন মন্দির ধারায়। মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমনির ছোট মেয়ে জগদম্বা দেবী। এই মন্দিরের তৈরির পেছনে ইতিহাস অনেক লম্বা। তবে আপনি যেখানেই থাকুন একদিনের জন্যই মন্দিরে ঘুরতে আসাই যায়।

আপনার বাড়ি যেখানেই হোক ব্যারাকপুর পর্যন্ত এসে একটি দুটো করলেই সোজা মন্দিরে চলে যেতে পারবেন আপনি। আবার সেখানে দুপুরের খাবার ব্যবস্থা আছে। আপনি চাইলে এদের অন্নপূর্ণার প্রসাদ অর্থের মাধ্যমে কিনে সেটি গ্রহণ করতে পারেন। সারাদিন সকাল থেকে দেবীর পূজা অর্চনা দেখে দুপুরে ভোগ খেয়ে বাড়ি ফিরবেন। সারাটা দিন পুজোর সাথে থেকে শান্তিতে দিনটি কাটাতে পারবেন।