চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: স্টেটাস আপডেটের জন্য জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে আসতে চলেছে এক দারুণ ফিচার — রিয়্যাকশন স্টিকার ফিচার। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের স্টেটাস আপডেটে স্টিকার বা ইমোজি ব্যবহার করে রিয়্যাকশন দিতে পারবেন। এই নতুন ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং শিগগিরই এটি অ্যান্ড্রয়েড ও iOS — উভয় প্ল্যাটফর্মেই চালু হবে বলে আশা করা হচ্ছে। WABetaInfo র তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ তার অ্যান্ড্রয়েডের বিটা ভার্সন 2.25.30.2-এ এই ফিচারটি পরীক্ষা করছে। এখন এই ফিচারটি iOS বিটা ভার্সন 25.31.10.72-এও দেখা গেছে। WABetaInfo তার X হ্যান্ডেলে এই ফিচারের একটি স্ক্রিনশট শেয়ার করেছে, যেখানে দেখা গেছে যে ব্যবহারকারীরা তাঁদের স্টেটাস আপডেটে ইমোজি স্টিকার যোগ করতে পারবেন। এর ফলে স্টেটাস আপডেট আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত হয়ে উঠবে (WhatsApp)।
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় ‘মান্থা’-র প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা
কোনো ছবি বা ভিডিও শেয়ার করলে, তখন চাইলে তার উপরে ইমোজি স্টিকার যোগ করতে পারবেন, একদম Instagram Stories-এর মতো। নতুন রিয়্যাকশন স্টিকার ফিচার ব্যবহারকারীরা নিজেদের মন মেজাজ অনুযায়ী স্টিকার বা ইমোজি বেছে নিয়ে স্টেটাস আপডেটে যোগ করতে পারবেন। এর পাশাপাশি, WhatsApp তার ব্যবহারকারীদের জন্য এমন এক ফিচার আপডেট আনল যা ফোনের স্টোরেজ ম্যানেজমেন্ট আরও সহজ করে তুলবে। WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, এই ফিচারটি প্রথমে অ্যান্ড্রয়েডের বিটা ভার্সন (v2.25.31.13)-এ দেখা গিয়েছিল এবং এখন এটি iOS বিটা ভার্সন (v25.31.10.70)-এর জন্যও আনা হচ্ছে। নতুন এই ফিচার ব্যবহারকারীদের চ্যাট ইনফো স্ক্রিন থেকেই স্টোরেজ নিয়ন্ত্রণের সুযোগ দেবে। নয়া ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা কোনও নির্দিষ্ট চ্যাটে মেলা বড়ো ফাইল, ভিডিও বা ডক্যুমেন্ট সরাসরি দেখতে, সাজাতে এবং ডিলিট করতে পারবেন। আগে এই সুবিধা পেতে হোয়াটসঅ্যাপ সেটিংসের “Manage Storage” সেকশনে যেতে হত। এবার সেটি আরও সহজভাবে চ্যাট ইনফো স্ক্রিন থেকেই অ্যাক্সেস করা যাবে (WhatsApp)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট সেকশনে ব্যবহারকারীরা চ্যাটে শেয়ার করা সব মিডিয়া ফাইলের একটি গ্রিড ভিউ দেখতে পাবেন, যেখানে থাকবে ছবি, ভিডিও এবং ডক্যুমেন্ট—সবই ফাইল সাইজ অনুযায়ী সাজানো। এখানে যুক্ত করা হয়েছে তিনটি সর্টিং অপশন — Newest (সবচেয়ে নতুন), Oldest (সবচেয়ে পুরনো) এবং Largest (সবচেয়ে বড়ো)। এর ফলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন কোন ফাইলগুলো সবচেয়ে বেশি জায়গা দখল করছে এবং চাইলে সঙ্গে সঙ্গে সেগুলো ডিলিটও করতে পারবেন (WhatsApp)।