ad
ad

Breaking News

WhatsApp

WhatsApp: iPhone ব্যবহারকারীদের জন্য WhatsApp-এর নতুন চমক

নয়া এই ফিচার অটো-ডাউনলোড হওয়া ছবি আর ভিডিওর কোয়ালিটি কাস্টমাইজ করা যাবে।

WhatsApp iPhone Users Get Photo & Video Quality Customization

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন WhatsApp আইফোন  ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে। নয়া এই ফিচার অটো-ডাউনলোড হওয়া ছবি আর ভিডিওর কোয়ালিটি কাস্টমাইজ করা যাবে।  WhatsApp এর অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে এই এই ফিচারটি আগেই চালু হয়েছিল। এবার iOS অর্থাৎ আইফোন ব্যবহারকারীদের জন্যেও ফিচারটি চালু করা হয়েছে। ব্যবহারকারীরা ছবি বা ভিডিও কোয়ালিটি স্ট্যান্ডার্ড না HD রেজোলিউশনে চান তা নির্বাচন করতে পারবেন (WhatsApp)।

আরও পড়ুনঃ Kuldeep Yadav: ভারতকে সিরিজে ফেরানোর ব্যাপারে আশাবাদী এই স্পিনার

WABetaInfo জানায়, iOS 25.18.10.81 বিটা ভার্সনে এই ফিচারটি খুঁজে পাওয়া গেছে। ফলে আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিওর কোয়ালিটি বেছে নেওয়ার সুযোগ পাবেন। WhatsApp এখন একটি ছবি বা ভিডিওকে দুটো ভার্সনে আপলোড করে, একটা হল স্ট্যান্ডার্ড এবং আরেকটা HD। নতুন এই হোয়াটসঅ্যাপ ফিচারে দুটো অপশন আছে – স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর HD কোয়ালিটি। স্ট্যান্ডার্ড ভার্সনে ছবি বা ভিডিও কিছুটা কমপ্রেস হবে, ফলে ডেটাও বাঁচবে এবং ফোনের স্টোরেজও কম খরচ হবে। অন্যদিকে, HD ভার্সনে হাই রেজোলিউশনের ঝকঝকে ছবি ডাউনলোড হবে তাই তার জন্য স্টোরেজ বেশি লাগবে। নতুন ফিচারের মাধ্যমে WhatsApp ব্যবহারকারীরা ঠিক করে নিতে পারবেন, তাঁদের ফোন আপনাআপনি কোন কোয়ালিটির ছবি-ভিডিও ডাউনলোড করবে। যাঁরা প্রচুর গ্রুপে থাকেন বা সারাদিন অনেক ছবি পান, তাঁদের জন্য এটা বেশ কাজে আসবে বলে মনে করা হচ্ছে (WhatsApp)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

অন্যদিকে, গ্রুপ ও প্রাইভেট চ্যাটের ক্ষেত্রে নয়া ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। WhatsApp এর এই নতুন ফিচারের নাম “প্রাইভেট চ্যাট সামারি”, আর এটি আপাতত অ্যান্ড্রয়েড বিটা ২.২৫.১৮.১৮ ভার্সনে পাওয়া যাবে। WABetaInfo এর তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যাপ সেটিংসে এখন ‘প্রাইভেট প্রসেসিং এনাবল’ করার সুবিধা এসেছে। একবার আপনি এটি চালু করলে, চ্যাটে অনেকগুলি মেসেজ একসঙ্গে এলে নির্দিষ্ট জায়গায় ট্যাপ করলেই মেসেজগুলির একটি ছোট ও পরিষ্কার সারাংশ পেয়ে যাবেন। এক্ষেত্রে কোনো মেসেজ ডেটা সার্ভারে জমা থাকবে না। মেটা AI ব্যবহার করে মেসেজগুলিরর সারাংশ তৈরি করে দেওয়া হবে। তবে  WhatsApp এর প্রাইভেট চ্যাট সামারি ফিচার সম্পূর্ণভাবে ঐচ্ছিক। আপনি চাইলে সেটিংসে গিয়ে এটি বন্ধ করে রাখতে পারেন। আপাতত এই ফিচার কেবল বিটা ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে (WhatsApp)।